যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ১০এম এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী মনু ভাকেরের সাফল্যের কয়েকটি বিশেষ দিক
Posted On:
28 JUL 2024 6:05PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ জুলাই, ২০২৪
২০২৪-এর প্যারিস অলিম্পিকে মহিলাদের ১০ এম এয়ার পিস্তল বিভাগে ভারতীয় প্রতিযোগী মনু ভাকের ব্রোঞ্জ পদক জয় করেছেন। এই ঘটনাকে সাফল্যের দিক থেকে ঐতিহাসিক বলা চলে। কারণ, এবারের অলিম্পিকে প্রথম পদকটি তিনিই এনে দিলেন ভারতকে। শুধু তাই নয়, ২০১২-র লন্ডন অলিম্পিক গেমসের পর এই প্রথম শ্যুটিং বিভাগে ভারতের এক মহিলা প্রতিযোগী দেশকে পদক জয়ের সম্মান এনে দিয়েছেন।
মনু ভাকেরের জন্ম হরিয়ানায়। টেনিস, স্কেটিং এবং বক্সিং-এর মতো খেলাধুলায় স্কুল জীবন থেকেই তাঁর বিশেষ আগ্রহ ছিল। শুধু তাই নয়, মার্শাল আর্ট সহ নানা ধরনের শারীরিক কৃৎ কৌশলেও তিনি পারদর্শিতা দেখিয়েছেন ছোটবেলা থেকেই। এমনকি জাতীয় স্তরে পদক জয়ের সম্মান তিনি অর্জন করেছেন। পরে, মাত্র ১৪ বছর বয়সেই শ্যুটিং-এ তাঁর হাতেখড়ি শুরু হয়।
২০১৭ সালে জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে মনু ভাকের চমৎকৃত করে দিয়েছিলেন অলিম্পিক প্রতিযোগী তথা বিশ্বের এক নম্বর সম্মানে ভূষিত হিনা সিধুকে। তিনি জয় করে নিয়েছিলেন ৯টি স্বর্ণ পদক।
এরপর ২০১৮ সালে মেক্সিকোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্যুটিং ক্রীড়া ফেডারেশনের বিশ্বকাপের খেলায় মনু ভাকের মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে স্বর্ণ পদক লাভ করেন। ঐ সময় দু-বারের চ্যাম্পিয়ন মেক্সিকোর আলেজান্দ্রা জাভালাকে তিনি পরাস্ত করেছিলেন।
মনু ভাকেরের প্রশিক্ষণ ও অনুশীলন শুরু হয় নয়া দিল্লির ডঃ কার্ণি সিং শ্যুটিং রেঞ্জে।
ক্রীড়া জীবনে এপর্যন্ত তিনি বেশ কয়েকবার সোনার পদক ছাড়াও রুপো ও ব্রোঞ্জ পদক জয়ের সম্মান অর্জন করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় ক্রীড়া প্রতিযোগীদের প্রশিক্ষণ, অনুশীলন সহ অন্যান্য ব্যয় নির্বাহের জন্য নানা ভাবে আর্থিক সহায়তা দানের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার।
PG/SKD/AS
(Release ID: 2038510)
Visitor Counter : 46
Read this release in:
Punjabi
,
Kannada
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Gujarati
,
Tamil
,
Telugu