রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

বিভিন্ন রাজ্যের রাজ্যপাল ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক পদে নতুন নিযোগ

Posted On: 28 JUL 2024 8:22AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ জুলাই, ২০২৪

 

পাঞ্জাবের রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত চন্ডীগড়ের প্রশাসক পদ থেকে শ্রী বনোয়ারীলাল পুরোহিত পদত্যাগ করেছেন। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন ভারতের রাষ্ট্রপতি। 

একই সঙ্গে রাষ্ট্রপতি আজ বিভিন্ন পদে যাঁদের নিয়োগ করেছেন তাঁদের মধ্যে রয়েছেন :

১) শ্রী হরিভাই কিষাণরাও বাগড়ে - রাজস্থানের রাজ্যপাল পদে। 
২) শ্রী জিষ্ণু দেব ভার্মা - তেলেঙ্গানার রাজ্যপাল পদে। 
৩) শ্রী ওম প্রকাশ মাথুর - সিকিমের রাজ্যপাল পদে।
৪) শ্রী সন্তোষ কুমার গঙ্গোয়াড় - ঝাড়খণ্ডের রাজ্যপাল পদে। 
৫) শ্রী রমেন ডেকা - ছত্তিশগড়ের রাজ্যপাল পদে। 
৬) শ্রী সি এইচ বিজয়শঙ্কর - মেঘালয়ের রাজ্যপাল পদে।
৭) শ্রী সি. পি. রাধাকৃষ্ণান - ঝাড়খণ্ডের রাজ্যপাল শ্রী রাধাকৃষ্ণানকে মহারাষ্ট্রের রাজ্যপাল পদে নিযুক্ত করা হয়েছে। শ্রী রাধাকৃষ্ণান তেলেঙ্গানার রাজ্যপাল পদেও এতদিন অতিরিক্ত দায়িত্বভার সামলাচ্ছিলেন। 
৮) আসামের রাজ্যপাল শ্রী গুলাব চাঁদ কাটারিয়াকে পাঞ্জাবের রাজ্যপাল পদে নিযুক্ত করা হয়েছে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি কেন্দ্রশাসিত চন্ডীগড়ের প্রশাসকের দায়িত্বও পালন করবেন। 
৯) সিকিমের রাজ্যপাল  শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্যকে নিযুক্ত করা হয়েছে আসামের রাজ্যপাল পদে। এছাড়াও তিনি মণিপুরের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বভার পালন করবেন। 
যেদিন থেকে তাঁরা এই নতুন পদে যোগ দেবেন সেদিন থেকেই তাঁদের এই নিয়োগ কার্যকর হবে। 

রাষ্ট্রপতি ভবনের সচিবালয় থেকে প্রকাশিত ও প্রচারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 


PG/SKD/AS


(Release ID: 2038097) Visitor Counter : 164