স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৫ – এর পদ্ম সম্মান মনোনয়নের জন্য ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সুপারিশ করা যাবে
Posted On:
22 JUL 2024 11:27AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ জুলাই, ২০২৪
২০২৫ – এর সাধারণতন্ত্র দিবসে যাঁরা পদ্ম সম্মানে ভূষিত হবেন, তাঁদের বাছাই করার প্রক্রিয়া পয়লা মে থেকে শুরু হয়েছে। পদ্ম সম্মানের জন্য মনোনয়ন/সুপারিশ জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল https://awards.gov.in – এ মনোনয়ন/সুপারিশ জমা দেওয়া যাবে।
১৯৫৪ সালে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি বছর সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়। সাহিত্য, কলা, শিক্ষা, ক্রীড়া জগৎ, চিকিৎসা, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, জনপরিষেবা, ব্যবসা-বাণিজ্য সহ প্রতিটি ক্ষেত্রে যাঁরা নজরকাড়া সাফল্য অর্জন করেন, তাঁদের এই সম্মান প্রদান করা হয়। এক্ষেত্রে জাতি, ধর্ম, পেশা ও লিঙ্গ বিবেচনা করা হয় না। তবে, রাষ্ট্রায়ত্ত সংস্থা সহ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের নাম সুপারিশ করা যায় না। যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতে কর্মরত চিকিৎসক এবং বৈজ্ঞানিকদের ক্ষেত্রে এ ধরণের কোনও বিধিনিষেধ নেই।
সরকার পদ্ম সম্মানকে ‘জনসাধারণের পদ্ম’তে রূপান্তরিত করতে বদ্ধপরিকর। তাই, দেশের সকল নাগরিককে অনুরোধ করা হচ্ছে, তাঁরা কোনও ব্যক্তির নাম পদ্ম সম্মানের জন্য সুপারিশ করতে পারেন। এমনকি, চাইলে নিজের নামও সুপারিশ করা যাবে। মহিলা, সমাজের দুর্বল শ্রেণীর নাগরিক, তপশিলি জাতি ও উপজাতি গোষ্ঠীর নাগরিক, ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে যাঁরা কোনও বিষয়ে সাফল্য অর্জন করেছেন, তাঁদের নাম সুপারিশ করা যেতে পারে। এছাড়াও, যাঁরা নিঃস্বার্থভাবে সমাজ সেবা করেন, তাঁদেরও এই সম্মানের জন্য সুপারিশ করা যায়। এর জন্য উপরিল্লিখিত পোর্টালটিতে ৮০০ শব্দের মধ্যে একটি আবেদন লিখে পাঠাতে হবে। এই চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইট https://mha.gov.inঅথবা পদ্ম সম্মানের জন্য বিশেষ পোর্টাল https://padmaawards.gov.in - এ মনোনয়ন/সুপারিশ জমা দেওয়া যাবে। কিভাবে সুপারিশ জমা দেওয়া যাবে তা জানতে http://https://padmaawards.gov.in/AboutAwards.aspx - এই ওয়েবসাইট-টিতে ক্লিক করুন।
PG/CB/SB
(Release ID: 2034968)
Visitor Counter : 61
Read this release in:
Telugu
,
Tamil
,
Kannada
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Manipuri
,
Gujarati