মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় শিক্ষক পুরস্কার, ২০২৪-এর জন্য স্ব-মনোনয়ন নিবন্ধীকরণের শেষ তারিখ ১৮ জুলাই ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে

Posted On: 16 JUL 2024 7:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ জুলাই, ২০২৪

 

জাতীয় শিক্ষক পুরস্কার, ২০২৪-এর জন্য যোগ্য শিক্ষকদের অনলাইনে স্ব-মনোনয়ন নিবন্ধীকরণের শেষ তারিখ ১৮ জুলাই, ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে। আবেদনকারীরা ২১ জুলাই, ২০২৪-এর মধ্যে তাঁদের সম্পূর্ণ স্ব-মনোনয়ন জমা দিতে পারবেন। শিক্ষা মন্ত্রকের পোর্টাল  http://nationalawardstoteachers.education.gov.in-এ ২৭ জুন, ২০২৪ থেকে মনোনয়নের জন্য আহ্বান জানানো হয়েছিল। 

এ বছর জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে তিন পর্যায়ে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ৫০ জন শিক্ষককে বেছে নেওয়া হবে। ৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করবেন। 

শিক্ষা মন্ত্রকের স্কুলশিক্ষা ও সাক্ষরতা বিভাগ একটি যথাযথ, স্বচ্ছ এবং অনলাইন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত দেশের সেরা শিক্ষকদের জাতীয় পুরস্কার প্রদানের জন্য প্রতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে একটি জাতীয় পর্যায়ের অনুষ্ঠান আয়োজন করে থাকে। জাতীয় শিক্ষক পুরস্কার-এর উদ্দেশ্য হল, দেশের সেরা শিক্ষকের অনন্য অবদানের স্বীকৃতি দেওয়া এবং সেইসব শিক্ষকের প্রতি সম্মান জানানো যাঁরা তাঁদের প্রতিশ্রুতি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শুধুমাত্র স্কুলশিক্ষার মান উন্নত করেননি, বরং তাঁদের শিক্ষার্থীদের জীবনকেও সমৃদ্ধ করে তুলেছেন। 

যোগ্যতার শর্ত :

রাজ্য সরকার / কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন পরিচালিত স্বীকৃত প্রাথমিক / মধ্য / উচ্চ / উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত স্কুলের শিক্ষক এবং প্রধান শিক্ষকরা এই পুরস্কারের জন্য যোগ্য। 

কেন্দ্রীয় সরকারি স্কুল যেমন – কেন্দ্রীয় বিদ্যালয় (কেভি), জওহর নবোদয় বিদ্যালয় (জেএনভি), প্রতিরক্ষা মন্ত্রক পরিচালিত সৈনিক স্কুল, অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটি (এইইএস) পরিচালিত স্কুল ও উপজাতি বিষয়ক মন্ত্রক পরিচালিত একলব্য মডেল আবাসিক স্কুলগুলি (ইএমআরএস) এবং

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ও কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুলস সার্টিফিকেট একজামিনেশন (সিআইএসসিই) অনুমোদিত স্কুলগুলি থেকেও আবেদন করা যাবে।


PG/SS/DM


(Release ID: 2033921) Visitor Counter : 55