কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

খরিফ শস্য বপনের পরিমাণ ৫৭৫ লক্ষ হেক্টর ছাড়িয়েছে

Posted On: 15 JUL 2024 5:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ জুলাই, ২০২৪ 

 

কৃষি ও কৃষক উন্নয়ন দপ্তর ১৫ জুলাই ২০২৪ পর্যন্ত খরিফ শস্য বপনের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। দেখা যাচ্ছে, বিগত বছরের তুলনায় ডালশস্য উৎপাদনের পরিমাণ বেড়েছে অনেকটাই। বিগত বছরে এই সময়ে ৪৯.৫০ লক্ষ হেক্টর জমিতে ডালশস্য বপন হয়েছিল। এ বছর তা বেড়ে হয়েছে ৬২.৩২ লক্ষ হেক্টর। অন্যদিকে, তৈলবীজ বপনের পরিমাণও বেড়েছে অনেকটাই। গত বছরের এই সময়ে তৈল বীজ বপনের পরিমাণ ছিল ১১৫.০৮ লক্ষ হেক্টর। চলতি বছরে তা বেড়ে হয়েছে ১৪০.৪৩ লক্ষ হেক্টর। 
ধান বপনের পরিমাণ গত বছর এই সময়ে ছিল ৯৫.৭৮ লক্ষ হেক্টর জমিতে। চলতি বছরে তা হয়েছে ১১৫.৬৪ লক্ষ হেক্টর জমিতে। জোয়ার, বাজরা, রাগি, ক্ষুদ্র মিলেট শস্য, সোয়াবিন, বাদাম, সূর্যমুখী, আখ এবং তুলা সবক্ষেত্রেই বিগত বছরের তুলনায় এ বছর বপনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। 
সার্বিকভাবে গত বছর সর্বমোট ৫২১.২৫ লক্ষ হেক্টর জমিতে বিভিন্ন শস্য বপন হয়েছিল। এ বছর তা বেড়ে হয়েছে ৫৭৫.১৩ লক্ষ হেক্টর। 

 

PG/PM/SB


(Release ID: 2033795) Visitor Counter : 44