কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

৩৭৮ লক্ষ হেক্টরেরও বেশি জমিতে খরিফ শস্য চাষ

গত বছরের তুলনায় খরিফ শস্য বপনের হার বেড়েছে ১৪.১০ শতাংশ

प्रविष्टि तिथि: 08 JUL 2024 4:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৮ জুলাই, ২০২৪ 

 

কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ৮ জুলাই, ২০২৪ পর্যন্ত কত পরিমাণ জমিতে খরিফ শস্য চাষ করা হয়েছে, সে সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। 

চলতি বছরে ৫৯.৯৯ লক্ষ হেক্টর জমিতে ধান, ৩৬.৮১ হেক্টর জমিতে ডাল, ৫৬.৮৮ হেক্টর জমিতে আখ, ৫.৬৩ হেক্টর জমিতে পাট, ৮০.৬৩ হেক্টর জমিতে তুলো এবং ৮০.৩১ হেক্টর জমিতে তৈলবীজ চাষ করা হয়েছে। 

মোট ৩৭৮ লক্ষ হেক্টরেরও বেশি জমিতে খরিফ শস্য চাষ করা হয়েছে। 

গত বছরের তুলনায় খরিফ শস্য বপনের হার বেড়েছে ১৪.১০ শতাংশ।

 

PG/MP/SB


(रिलीज़ आईडी: 2031814) आगंतुक पटल : 112
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Manipuri , Punjabi , Gujarati , Tamil