শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

ভারতে কর্মসংস্থান নিয়ে সিটি গ্রুপের গবেষণা প্রতিবেদন খণ্ডন

Posted On: 08 JUL 2024 2:51PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৮ জুলাই, ২০২৪


বেশকিছু খবরের কাগজ এবং ইলেকট্রনিক মিডিয়ায় ভারতে কর্মসংস্থান নিয়ে সিটি গ্রুপের সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন উদ্ধৃত করে বলা হয়েছে যে উন্নয়ন হার ৭ শতাংশ থাকলেও যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভারত অসুবিধায় পড়বে। ওই প্রতিবেদনে পিরিওডিক লেবার ফোর্স সার্ভে(পিএলএফএস) এবং রিজার্ভ ব্যঙ্কের কেএলইএমএস-এর মতো সরকারী সূত্রে প্রাপ্তব্য কর্মসংস্থান সংক্রান্ত বিস্তারিত এবং ইতিবাচক তথ্য দেওয়া হয়নি। সেইজন্য শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক কঠোরভাবে এই ধরনের রিপোর্ট খণ্ডন করছে, কারণ সরকারী সব তথ্য বিশ্লেষণ করা হয়নি। 
পিএলএফএস এবং রিজার্ভ ব্যঙ্কের কেএলইএমএস তথ্য অনুযায়ী ভারত ২০১৭-২০১৮ থেকে ২০২১-২০২২-এর মধ্যে ৮ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। এর অর্থ ২০২০-২০২১ নাগাদ কোভিড-১৯ অতিমারির কারণে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও প্রতিবছর গড়ে ২ কোটির বেশি কর্মসংস্থান হয়েছে। এর থেকে বোঝা যায় সিটি গ্রুপের রিপোর্টের অসারতা। এই উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি প্রমাণ করে বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান বাড়াতে সরকারী একাধিক উদ্যোগের কার্যকারিতা। 
পিএলএফএস, আরবিআই, ইপিএফও ইত্যাদির থেকে পাওয়া সরকারী তথ্য অনুযায়ী শ্রমের বাজারে ধারাবাহিক উন্নতি হয়েছে। বেড়েছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট(এলএফপিআর) এবং ওয়ার্কার পপুলেশন রেশিও (ডব্লুপিআর) এবং গত ৫ বছরে ক্রমশ কমেছে বেকারত্বের হার। ইপিএফও এবং এনপিএস তথ্য ইতিবাচক কর্মসংস্থানের ধারাকে সমর্থনই করছে। উৎপাদন ক্ষেত্র, পরিষেবা ক্ষেত্রের প্রসার, জিগ এবং প্ল্যার্টফর্ম ইকোনমির মতো একাধিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগের ধারা এবং জিসিসি ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতের ভালো সম্ভাবনার।
শ্রম এবং কর্ম সংস্থান মন্ত্রক সরকারী তথ্যের বিশ্বাসযোগ্যতার ওপর জোর দিচ্ছে।  বেসরকারী সূত্রে পাওয়া নির্দিষ্ট কিছু তথ্য ব্যবহার করে ভারতে কর্মসংস্থানের বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ সম্পর্কে সতর্ক করে দিয়েছে মন্ত্রক। 
সরকার একটি শক্তিশালী এবং অন্তর্ভুক্তিমূলক চাকরির বাজার তৈরি করতে দায়বদ্ধ এবং তথ্য পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে এই লক্ষ্যে অনেক অগ্রগতি ঘটেছে। 


PG/ AP/AG



(Release ID: 2031642) Visitor Counter : 30