মানবসম্পদবিকাশমন্ত্রক
জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৪-এর জন্য ১৫ জুলাই পর্যন্ত স্ব-মনোনয়ন চালু
Posted On:
02 JUL 2024 3:51PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ জুলাই, ২০২৪
জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৪-এর জন্য ২৭ জুন থেকে অনলাইনে স্ব-মনোনয়ন চালু করা হয়েছে। শিক্ষামন্ত্রকের পোর্টাল http://nationalawardstoteachers.education.gov.in-এ এই মনোনয়ন পাঠানো যাবে। ১৫ জুলাই মনোনয়ন পেশের শেষদিন। এ বছর জেলা, রাজ্য এবং জাতীয় – এই তিনটি স্তরে ৫০ জন শিক্ষককে বেছে নেওয়া হবে। ৫ সেপ্টেম্বর নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি।
প্রতি বছর শিক্ষামন্ত্রকের অধীন বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দফতর শিক্ষক দিবসে অর্থাৎ ৫ সেপ্টেম্বর জাতীয় স্তরে এক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সেখানে সেরা শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন, স্থানীয় সংস্থা
এবং বেসরকারি প্রতিষ্ঠান পরিচালিত প্রাথমিক/জুনিয়র/উচ্চ/উচ্চতর বিদ্যালয়গুলিতে কর্মরত শিক্ষক এবং প্রধান শিক্ষকরা এই পুরস্কারের জন্য মনোনয়ন পাঠাতে পারেন। স্কুলগুলিকে অবশ্যই রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের বোর্ডের স্বীকৃতি পেতে হবে।
কেন্দ্রীয় স্কুলগুলির মধ্যে রয়েছে, কেন্দ্রীয় বিদ্যালয়, জহর নবোদয় বিদ্যালয়, প্রতিরক্ষা মন্ত্রকের সৈনিক স্কুল, পরমাণু শক্তি শিক্ষা সোসাইটি পরিচালিত স্কুল এবং একলব্য মডেল আবাসিক বিদ্যালয়।
এছাড়া সিবিএসই এবং সিআইএসসিই স্বীকৃত বিদ্যালয়গুলির শিক্ষকরাও মনোনয়ন পাঠাতে পারবেন।
PG/ MP /AG
(Release ID: 2030324)
Visitor Counter : 173
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Kannada