কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

পারিবারিক পেনশন সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তিতে পেনশন ও পেনশনার কল্যাণ দপ্তরের বিশেষ অভিযানের সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং

Posted On: 01 JUL 2024 6:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ জুলাই, ২০২৪ 

 

কর্মী, জনঅভিযোগ এবং পেনশন মন্ত্রকের ১০০ দিনের কর্মপরিকল্পনার অঙ্গ হিসেবে পারিবারিক পেনশন সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তিতে পেনশন ও পেনশনার কল্যাণ দপ্তরের বিশেষ অভিযানের সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। 
পেনশন গ্রহীতারা দেশ গঠনের ক্ষেত্রে সমান অংশীদার বলে ডঃ সিং মন্তব্য করেন। তিনি আরও বলেন, পেনশন দেওয়ার বিষয়টি অনুগ্রহ নয়, প্রবীণ নাগরিকরা দেশ ও জাতি গঠনে ইতিবাচক অবদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন। 
বিগত ১০ বছরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে এই দপ্তরের উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বলে শ্রী সিং জানান। তিনি আরও বলেন, ষাটোর্ধ্ব নাগরিকের সংখ্যা যথেষ্ট এবং অবসরভাতা বা পেনশনের বড় আর্থ-সামাজিক প্রভাব রয়েছে। 
তাঁর দপ্তরের বিভিন্ন উদ্যোগ প্রসঙ্গে ডঃ সিং বলেন, আগে বিবাহ বিচ্ছিন্না কন্যারা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না বলে চিহ্নিত হওয়ার আগে পারিবারিক পেনশন পেতেন না। এই নিয়ম বদলানো হয়েছে। নিখোঁজ কর্মীদের ক্ষেত্রে পরিবারকে অপেক্ষা করতে হ’ত ৭ বছর। এই ধরনের আরও অনেক বিষয় সংশোধিত হয়েছে। 
এক মাসের এই বিশেষ অভিযানের আওতায় সিপিইএনজিআরএএমএস পোর্টালে জমে থাকা ৪৬টি দপ্তরের মামলার নিষ্পত্তি হবে। 

PG/AC/SB



(Release ID: 2030146) Visitor Counter : 18