যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৩-২৪ সালের স্পেকট্রাম নিলাম সফলভাবে সম্পন্ন হয়েছে

মোট ১৪১.৪ মেগাহার্টজ স্পেকট্রাম নিলাম করে ১১ হাজার ৩৪০ কোটি টাকা পাওয়া গেছে

Posted On: 26 JUN 2024 7:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ জুন, ২০২৪ 

 

চলতি বছরে যেসব স্পেকট্রামের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে এবং ২০২২ সালের নিলামে যে স্পেকট্রামগুলি অবিক্রিত ছিল, সেগুলি এবার নিলামে তোলা হ’ল। টেলিযোগাযোগ ক্ষেত্রের ধারাবাহিকতা রক্ষা ও বিকাশের জন্য টেলিকম পরিষেবা প্রদানকারীদের চাহিদা মেটাতেই এই উদ্যোগ।
৮০০, ৯০০, ১৮০০, ২১০০, ২৩০০, ২৫০০ ও ৩৩০০ মেগাহার্টজ এবং ২৬ গিগাহার্টজ ব্যান্ডগুলি নিলামে তোলা হয়। নিলাম শুরু হয় ২৫ জুন সকাল ১০টায়। ৭ রাউন্ডের পর ২৬ জুন সকাল ১১টা ৪৫ মিনিটে এই প্রক্রিয়া শেষ হয়। সম্প্রতি ৫জি স্পেকট্রামের নিলাম হওয়ায় এবং তার নগদীকরণের প্রক্রিয়া এখনও চলতে থাকায় ৮০০, ২৩০০, ৩৩০০ মেগাহার্টজ এবং ২৬ গিগাহার্টজ ব্যান্ডে কোনও বিডিং হয়নি। নিলামে তোলা ৫৩৩.৬ মেগাহার্টজ স্পেকট্রামের ২৬.৫ শতাংশ অর্থাৎ ১৪১.৪ মেগাহার্টজ নিলামে বিক্রি হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, কিছুদিন আগে ২০২২ সালের অগাস্ট মাসে ৫১.২ গিগাহার্টজ স্পেকট্রাম বিক্রি করার পরও এবারের নিলামে এমন সাড়া পাওয়া গেছে। টেলিকম পরিষেবা প্রদানকারী ৩টি সংস্থাই অর্থাৎ ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও ইনফোকম এবং ভোডাফোন আইডিয়া এই নিলামে অংশ নেয়। মোট ১৪১.৪ মেগাহার্টজ স্পেকট্রাম বিক্রি করে ১১ হাজার ৩৪০ কোটি টাকা পাওয়া গেছে। 
ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের মেয়াদোত্তীর্ণ ৯০০ মেগাহার্টজ এবং ১৮০০ মেগাহার্টজ ব্যান্ড পুনর্নবীকরণ করেছে। এছাড়াও, টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি ৬১৬৪.৮৮ কোটি টাকার বিনিময়ে অতিরিক্ত ৮৭.২ মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছে। যে স্পেকট্রামগুলি এবারে বিক্রি হয়নি, সেগুলি আবার পরবর্তী সময়ে নিলামে তোলা হবে। 

 

PG/SD/SB


(Release ID: 2029170) Visitor Counter : 58