উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাজ্যসভার সদস্য শ্রী সঞ্জয় সিং – এর সাসপেনশন প্রত্যাহার সংক্রান্ত ঘোষণা

Posted On: 27 JUN 2024 1:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ জুন, ২০২৪ 

 

অধ্যক্ষ: মাননীয় সদস্যগণ, আপনাদের মনে থাকতে পারে যে, মাননীয় সদস্য শ্রী সঞ্জয় সিং-কে ২০২৩ সালের ২৪ জুলাই সাসপেন্ড করা হয়েছিল প্রিভিলেজ কমিটির রিপোর্ট পাওয়া পর্যন্ত।
২৬ জুন, ২০২৪ তারিখে রাজ্যসভার প্রিভিলেজ কমিটি মাননীয় সদস্য শ্রী সঞ্জয় সিং – এর বিরুদ্ধে বকেয়া বিষয় নিয়ে ৭৭তম এবং ৭৮তম রিপোর্ট পেশ করেছে।
কমিটি যদিও সব মামলায় শ্রী সঞ্জয় সিং-কে পরিষদের স্বাধিকার ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করেছে। তবুও কমিটি সুপারিশ করেছে যে, ঐ সদস্য ইতিমধ্যেই সীমা লঙ্ঘণের জন্য যথেষ্ট শাস্তি ভোগ করেছেন। 
রাজ্যসভার কার্যবিধি ২০২ এবং ২৬৬ অনুযায়ী, আমার উপর ন্যস্ত অধিকার বলে শ্রী সঞ্জয় সিং – এর উপর থেকে ২৬ জুন, ২০২৪ সাসপেনশন প্রত্যাহার করা হ’ল। ফলে, তিনি সংসদে যোগ দেওয়ার অনুমতিপ্রাপ্য হলেন। 
আমি নিশ্চিত যে, সভা এটি অনুমোদন করবে। 

PG/AP/SB


(Release ID: 2029159) Visitor Counter : 41