প্রতিরক্ষামন্ত্রক
ফ্রান্সে সেন্ট ট্রোপেজ – এ ৪৩তম ওয়ার্ল্ড মেডিকেল অ্যান্ড হেলথ গেমস্ - এ চার জন এএফএমএস আধিকারিক ইতিহাস গড়লেন
Posted On:
23 JUN 2024 5:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ জুন, ২০২৪
ফ্রান্সের সেন্ট ট্রোপেজ – এ ৪৩তম ওয়ার্ল্ড মেডিকেল অ্যান্ড হেলথ গেমস্ - এ চার জন আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেসের আধিকারিক ৪৩টি পদক জয় করেছেন। এরা হলেন লেঃ কর্ণেল সঞ্জীব মালিক, মেজর অনীশ জর্জ, ক্যাপ্টেন স্টিফেন সেবেসটিয়ন এবং ক্যাপ্টেন ডানিয়া জেমস্। তাঁরা ১৯টি স্বর্ণ, ৯টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। এটি বিশ্বে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে পেশাদারদের বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে খ্যাত।
লেঃ কর্ণেল সঞ্জিব মালিক পুরুষদের ৩৫ ঊর্ধ্ব বিভাগে ৫টি স্বর্ণ পদক জিতেছেন। মেজর অনীশ জর্জ জিতেছেন ৪টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক। ক্যাপ্টেন স্টিফেন সেবেসটিয়ন অনুর্ধ্ব ৩৫ বিভাগে ৬টি স্বর্ণ পদক জয় করেছেন। ক্যাপ্টেন ডানিয়া জেমস্ ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদক জিতেছেন।
এএফএমএস – এর মহানির্দেশক লেঃজেঃ দলজিৎ সিং আধিকারিকদের অসাধারণ সাফল্যের জন্য তাঁদের অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে তাঁরা আরও সাফল্য অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
ওয়ার্ল্ড মেডিকেল অ্যান্ড হেলথ গেমস্ স্বাস্থ্য পেশাদারদের জন্য অলিম্পিক গেমস্ - এর অনুরূপ। ১৯৭৮ সাল থেকে এই গেমস্ - এর শুরু। ৫০টি দেশের আড়াই হাজারের বেশি প্রতিযোগী প্রতি বছর এতে অংশ নেন। আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস – এর আধিকারিকদের এই সাফল্য প্রমাণ করে যে, তাঁরা স্বাস্থ্য পরিষেবা পেশায় যত্নবান হওয়ার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও সম নৈপুণ্যের অধিকারী। তাঁদের এই সাফল্য আগামীদিনে দেশের চিকিৎসক ও নার্সদেরও ফিটনেস বজায় রাখার অনুপ্রেরণা যোগাবে।
PG/AB/SB
(Release ID: 2028264)