তথ্যওসম্প্রচারমন্ত্রক

১৮তম এমআইএফএফ – এ চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে বক্তব্য রাখলেন জাতীয় পুরস্কার বিজেতা নেমিল শাহ

Posted On: 19 JUN 2024 1:53PM by PIB Kolkata

মুম্বাই, ১৯ জুন, ২০২৪ 

 

১৮তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এমআইএফএফ) – এর এক আলোচনাচক্রে চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে বক্তব্য রাখলেন জাতীয় পুরস্কার বিজেতা নেমিল শাহ। তিনি বলেন, মানুষের জীবন অত্যন্ত চিত্তাকর্ষক একটি খেলার মতো। চলচ্চিত্র নির্দেশকদের এই বিষয়টি ভালোভাবে বুঝে নিয়ে শৈল্পিক প্রয়োগের দিকে এগোতে হবে। স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে ধ্বনি প্রক্ষেপণ এবং সম্পাদনার কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ছবিতে পরিসর, সময় এবং দর্শকের সীমিত সংখ্যার কথা মাথায় রেখে কাজ করতে হবে। এর পাশাপাশি রয়েছে অর্থ সংস্থানে সমস্যার দিকটিও। কাজেই এক্ষেত্রে নিখুঁত পরিকল্পনা প্রয়োজন। স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণকে ভবিষ্যতে বৃহৎ পরিসরের ছবি তৈরির প্রবেশপথ হিসেবে দেখা ঠিক নয়। এ ধরনের চলচ্চিত্রের নিজস্ব স্বত্ত্বা রয়েছে। 
স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র “ডাল ভাত” – এর মাধ্যমে জামনগরের বাসিন্দা নেমিল শাহ’র আত্মপ্রকাশ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। ২০২৩ সালে অ্যামাজন বৃষ্টি বনানীর উপর একটি অসাধারণ ছবি তৈরি করেন তিনি। ২৪ বছরের এই চলচ্চিত্র নির্মাতা ইতিমধ্যেই ছবির দুনিয়ায় গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন।

PG/AC/SB



(Release ID: 2027167) Visitor Counter : 12