তথ্যওসম্প্রচারমন্ত্রক
অষ্টাদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বর্ণশঙ্খ পুরস্কারের জন্য প্রতিযোগিতায় ১৪টি তথ্যচিত্র
আন্তর্জাতিক বিভাগে রৌপ্য শঙ্খ পুরস্কারের জন্য প্রতিযোগিতায় রয়েছে চারটি অ্যানিমেশন ফিল্ম এবং ৭টি স্বল্প দৈর্ঘ্যের কাহিনীচিত্র
Posted On:
18 JUN 2024 5:52PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ জুন, ২০২৪
মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ তথ্যচিত্রের পুরস্কার স্বর্ণশঙ্খ জয়ের জন্য এবার ১৪টি তথ্যচিত্র প্রতিযোগিতার আসরে রয়েছে। এর মধ্যে তিনটি ভারতীয় ছবি। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে মোট ২৫টি ছবিকে বেছে নেওয়া হয়েছে। এই বিভাগে তিনটি ভাগ রয়েছে- তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্যের কাহিনীচিত্র এবং অ্যানিমেশন।
শ্রেষ্ঠ তথ্যচিত্র পাবে স্বর্ণশঙ্খ এবং নগদ ১০ লক্ষ টাকা। শ্রেষ্ঠ স্বল্বদৈর্ঘ্যের কাহিনীচিত্র এবং শ্রেষ্ঠ অ্যানিমেশন পাবে রৌপ্য শঙ্খ এবং নগদ ৫ লক্ষ টাকা।
এছাড়া সব থেকে উদ্ভাবনী/পরীক্ষামূলক ছবির জন্য রয়েছে বিশেষ জুরি পুরস্কার- প্রমোদ পতি পুরস্কার। শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফি, শ্রেষ্ঠ সম্পাদনা এবং শ্রেষ্ঠ শব্দগ্রহণের জন্যও জাতীয় ও আন্তর্জাতিক বিভাগে পুরস্কার দেওয়া হবে। আন্তর্জাতিক বিভাগে প্রতিযোগিতার বাইরে রয়েছে ৫টি ছবি।
কেইকো ব্যাঙ, বার্থেলেমি ফৌগা, অড্রিয়াস স্টোনিস, ভরত বালা, মানস চৌধুরীর মতো প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বরা আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিভাগের জুরি হিসেবে রয়েছেন। এই বিভাগের তথ্যচিত্রগুলি ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন বিষয়ের গভীরে গিয়ে বৈচিত্র্যপূর্ণ ভাবনার সমাহার ঘটিয়েছে। প্রতিকূলতার বিরুদ্ধে ব্যক্তি মানুষের যাত্রার ছবি ফুটে উঠেছে মার্কিন পরিচালক ম্যাক ওয়ালডেকের ‘লাভলি জ্যাকসন’ তথ্যচিত্রে। লেবাননের ‘হাইফেন’ তথ্যচিত্রে সামাজিক অত্যাচার ও নেশাগ্রস্ততার বিরুদ্ধে এক মহিলার সংগ্রামের কাহিনী উঠে এসেছে। নেপালী তথ্যচিত্র ‘ধোরপাতান : নো উইন্টার হলিডেজ’-এ দুই বয়স্ক মানুষের কথা বলা হয়েছে, যাঁরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী হলেও এক নির্জন গ্রামে বেঁচে থাকার জন্য অতীতের দ্বন্দ্বকে ভুলে হাতে হাত মেলান।
বিভিন্ন গোষ্ঠীকে আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, তাও স্থান পেয়েছে তথ্যচিত্রে। সার্ভনিক কৌর-এর ভারতীয় তথ্যচিত্র ‘এগেন্সট দ্য টাইড’-এ দেখানো হয়েছে দুই মৎস্যজীবী ভাই-এর জীবন কীভাবে ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সামাজিক দ্বন্দ্বের রূপক হিসেবে চিত্রায়িত হয়। নিষ্ঠা জৈন-এর ‘দ্য গোল্ডেন থ্রেড’ কলকাতার শ্রমনিবিড় পাট শিল্পের ওপর আলোকপাত করে।
অ্যানিমেশন এবং স্বল্প দৈর্ঘ্যের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিভাগে বৈভব কুমারেশ পরিচালিত ভারতীয় ছবি ‘রিটার্ন অফ দ্য জঙ্গল’, শচীন ধীরজ মুডিগোন্ডা পরিচালিত ‘মেন ইন ব্লু’, জয়া সুরিয়া পরিচালিত ‘দ্য ডিউড অ্যান্ড দ্য হোয়াইট রোজ’ এবং বিবেক রাই পরিচালিত ‘শান্তি’ স্থান পেয়েছে। এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিভাগে ছবি এসেছে ইতালী, পোল্যান্ড, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, পর্তুগাল, নেদারল্যান্ডল, ইজরায়েল, জাপান, লেবানন, নেপাল, ইরান, চেক প্রজাতন্ত্র, ব্রিটেন, সার্বিয়া, এস্টোনিয়া, রাশিয়া এবং গুয়াতেমালা থেকে।
আরও জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন-
https://miff.in/wp-content/uploads/2024/06/FINAL-COMPILATION-V12.pdf
PG/SD/NS
(Release ID: 2026523)
Visitor Counter : 30