তথ্যওসম্প্রচারমন্ত্রক

ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের উদ্যোগে পুনরুদ্ধার হওয়া কালজয়ী চলচ্চিত্রগুলি প্রদর্শিত হচ্ছে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

Posted On: 18 JUN 2024 5:18PM by PIB Kolkata

মুম্বাই, ১৮ জুন, ২০২৪ 

 

চলচ্চিত্র প্রেমীদের জন্য অষ্টাদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অসাধারণ সুযোগ তৈরি হয়েছে। ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া’র সংগ্রহে থাকা বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য, অ্যানিমেশন এবং তথ্যচিত্র দেখবেন তাঁরা। ভারতে ঐতিহ্যশালী এবং সমৃদ্ধ সিনেমাগুলি ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের উদ্যোগে ডিজিটাল পদ্ধতিতে পুনরুদ্ধার করা হচ্ছে। এ ধরনের কিছু চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শিত হচ্ছে। 
এর মধ্যে রয়েছে – ১৯৮০ সালে সত্যজিৎ রায় পরিচালিত ‘পিকু’। সত্যজিতের ছোট গল্প ‘পিকুর ডায়েরি’কে চলচ্চিত্রায়ন করা হয়। ছোট্ট পিকুর দৈনন্দিন জীবনের একদিনের ঘটনা ২৬ মিনিটের এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে পিকুর বাবা-মা’র সম্পর্কের টানাপোড়েন সরলমতি পিকুর নিজের ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে।
বি আর সেন্ডেগে পরিচালিত ‘দ্য আর্ট অফ অ্যানিমেশন’ একটি ১০ মিনিটের হিন্দি ছবি। ১৯৮১ সালে নির্মিত এই চলচ্চিত্রে কত কষ্ট করে অ্যানিমেশন ছবি তৈরি করা হয়, সেটিই দর্শকদের কাছে তুলে ধরা হয়েছে।
ঋত্বিক ঘটকের ‘ফিয়ার’ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রটি খুব একটা প্রদর্শিত হয়নি। ১৬ মিনিটের এই হিন্দি ছবিটির বিষয় ছিল পারমাণবিক বোমা হামলায় আতঙ্কিত এক শহর। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার ছাত্রছাত্রীরা এই ছবিতে অভিনয় করেন।
সন্তোষ শিবনের ‘দ্য স্টোরি অফ টিবলু’ ১৯৮৮ সালে নির্মিত। ৮৪ মিনিটের এই হিন্দি চলচ্চিত্রে অরুণাচল প্রদেশের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা টিবলুর লেখাপড়ার প্রতি আগ্রহ এবং তার ফলশ্রুতিতে গ্রামের জীবনযাত্রায় কি পরিবর্তন এসেছে, তা তুলে ধরা হয়। 
সন্ধ্যা সুরির ‘অ্যারাউন্ড ইন্ডিয়া উইথ এ মুভি ক্যামেরা’ চলচ্চিত্রটি ২০১৮ সালে নির্মিত। ৮৬ মিনিটের এই ইংরাজি ছবিতে স্বাধীনতার আগে বৃটিশ যুগে ভারতীয় উপ-মহাদেশের ঐতিহ্যশালী বিভিন্ন ছবি তুলে ধরা হয়েছে। 
বস্তার অঞ্চলের এবং অবুঝমাঢ়ের আদিবাসীদের পুরাতাত্ত্বিক জীবনশৈলী তুলে ধরেছেন দীপক হালদনকর তাঁর ‘ওয়্যার টাইম স্ট্যান্ডস্‌ স্টিল’ চলচ্চিত্রের মাধ্যমে। ১১ মিনিটের এই হিন্দি ছবিটি আদিবাসীদের নিজস্ব কৃষি পদ্ধতি, সামাজিক রীতি-নীতি এবং তাঁদের জীবনযাত্রা তুলে ধরেছে। 
মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিভিন্ন সময়ের ভারতীয় চলচ্চিত্রের স্বাদ সিনেমা প্রেমীদের কাছে তুলে ধরতে উদ্যোগী হয়েছে। এরই অঙ্গ হিসেবে পুনরুদ্ধার করা কয়েকটি কালজয়ী  ছবি এবার প্রদর্শিত হচ্ছে। 

PG/CB/SB



(Release ID: 2026366) Visitor Counter : 18