রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ঈদ-উজ-জুহা-র প্রাক্কালে রাষ্ট্রপতির বার্তা

प्रविष्टि तिथि: 16 JUN 2024 6:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ জুন, ২০২৪

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ঈদ-উজ-জুহা-র প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। 

রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেছেন, “ঈদ-উজ-জুহা উপলক্ষে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দেশে এবং দেশের বাইরে থাকা সকল ভারতীয়কে, বিশেষ করে আমাদের মুসলিম ভাই-বোনেদের।

ঈদ-উজ-জুহা-র পবিত্র উৎসব ত্যাগ ও তিতিক্ষার প্রতীক। এটি আমাদের ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতির বার্তা দেয়। এই উৎসব আমাদের মানবতার উদ্দেশে স্বার্থ শূন্য সেবায় উৎসাহিত করে।

এই উপলক্ষে আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমাদের দেশের উন্নয়ন ও কল্যাণে একসঙ্গে কাজ করব।”

রাষ্ট্রপতির বার্তা দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন -

chrome-http://extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/jun/doc2024616342101.pdf

PG/AP/DM


(रिलीज़ आईडी: 2025909) आगंतुक पटल : 80
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Manipuri , Punjabi , Tamil