মানবসম্পদবিকাশমন্ত্রক

আরটিই এবং পিএম পোষণ প্রকল্পের অধীন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি সুনিশ্চিত করতে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশিকা শিক্ষা মন্ত্রকের

Posted On: 13 JUN 2024 4:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ জুন, ২০২৪ 

 

জাতীয় শিক্ষা নীতি ২০২০,  বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের অধীন বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তর দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৭ জুন, ২০২৪ তারিখে একটি সর্বাত্মক নির্দেশিকা জারি করেছে। এতে শিক্ষার অধিকার যেমন বিনামূল্যে পোশাক, পাঠ্য পুস্তক সহ সরকারি/সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় সহ সব ধরনের স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। সেইসঙ্গে, পিএম পোষণ প্রকল্পের অধীনে মিড-ডে মিল দেওয়ার কথাও বলা হয়েছে। প্রয়োজনে রেশন বা সরাসরি সুবিধা হস্তান্তরের মাধ্যমেও মিড-ডে মিল-এর কথা বলা হয়েছে এই প্রকল্পে। 

সমাজ কল্যাণ দপ্তরের অধীনস্থ বিদ্যালয়গুলিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টিগত প্রয়োজনীয়তা মেটানো এবং জাতীয় শিক্ষা নীতির সফল রূপায়ণের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই লক্ষ্যে মন্ত্রকের পক্ষ থেকে সমগ্র শিক্ষা প্রকল্পও চালু করা হয়েছে। 
বিনামূল্যে এবং বাধ্যতামূলকভাবে শিক্ষার অধিকার (আরটিই) আইন, ২০০৯-এ ৬ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত শিশুদের বিনা খরচে বাধ্যতামূলক শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। 

সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় (আইই) বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য উন্নত মানের শিক্ষাদান সুনিশ্চিত করা হয়েছে। সেইসঙ্গে, প্রয়োজনীয় আর্থিক সহায়তা, বিভিন্ন সামগ্রী প্রদান, যাতায়াতের সুবিধা, ব্রেইল বুক, বৃত্তি সহ শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত রকমের উপকরণ সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে এই প্রকল্পে। 

PG/MP/SB



(Release ID: 2025443) Visitor Counter : 18