নির্বাচনকমিশন

ভারতের নির্বাচন কমিশন অষ্টাদশ লোকসভায় নব-নির্বাচিত সদস্যদের নামের তালিকা ভারতের রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে

Posted On: 06 JUN 2024 6:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ জুন, ২০২৪

 

মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার এবং অন্য দুই নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সাধু বিকেল সাড়ে ৪টে নাগাদ ভারতের সন্মানীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। জনপ্রতিনিধি আইন ১৯৫১-র ৭৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের নির্বাচন কমিশনের জারি করা অধিসূচনার প্রতিলিপি তাঁরা রাষ্ট্রপতিকে অর্পণ করেন। এতে সাধারণ নির্বাচনের পর অষ্টাদশ লোকসভার জন্য নির্বাচিত সদস্যদের নাম রয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার ও অন্য দুই নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের পদস্থ আধিকারিকরা সফলভাবে ২০২৪-এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় রাজঘাটে গিয়ে জাতীর জনকের আশীর্বাদ কামনা করেন। 

    


PG/ PM /NS



(Release ID: 2023497) Visitor Counter : 37