স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
সদস্য দেশগুলির পেশ করা ৩০০টি প্রস্তাবের ভিত্তিতে ৭৭তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে আন্তর্জাতিক স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিধি ২০০৫-এর সংশোধনী গৃহীত
Posted On:
02 JUN 2024 2:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ জুন, ২০২৪
কোভিড-১৯ অতিমারীর পর সদস্য দেশগুলির দেওয়া ৩০০টি প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিধি (আইএইচআর ২০০৫)-র সংশোধনী গ্রহণ করতে সম্মত হয়েছে ৭৭তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি। ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস্ (আইএইচআর)-এ সংশোধনীর লক্ষ্য হ’ল, পাবলিক হেলথ এমার্জেন্সিস অফ ইন্টারন্যাশনাল কনসার্ন (পিএইচইআইসি) এবং প্যান্ডেমিক এমার্জেন্সিস (পিই) - এর সময় দেশগুলির প্রস্তুতির ক্ষেত্রে উন্নতি এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
সেইসঙ্গে, স্বাস্থ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রকে শক্তিশালী করার ব্যাপারে উন্নয়নশীল দেশগুলির জন্য প্রয়োজনীয় অর্থ যোগানের ব্যবস্থা করা।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব শ্রী অপূর্ব চন্দ্র এই ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিধির এই সংশোধনী গ্রহণের ফলে এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জিত হল। এর ফলে, ভবিষ্যতে অতিমারী মোকাবিলায় বিভিন্ন দেশ একসঙ্গে কাজ করতে পারবে বলে তিনি মন্তব্য করেন।
আন্তর্জাতিক স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিধিতে সংশোধনী নিয়ে গত দু’বছর ধরে বিভিন্ন কর্মী গোষ্ঠী এবং আন্তঃরাষ্ট্র পর্যায়ে আলাপ-আলোচনা চলছিল। এ ব্যাপারে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে।
গত ২৮ মে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে এই সংশোধনী নিয়ে একটি প্রস্তাব শ্বেতপত্রের আকারে পেশ করেন শ্রী অপূর্ব চন্দ্র এবং সদস্য দেশগুলি তাতে সম্মতি প্রদান করে। এরই ফলশ্রুতি হিসেবে পয়লা জুন, ২০২৪ তারিখে সংশোধনী সংক্রান্ত প্রস্তাবটি ৭৭তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে গৃহীত হয়।
PG/MP/SB
(Release ID: 2022612)
Visitor Counter : 51