প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ওড়িশা উপকূলে সু৩০ এমকে-১ থেকে বায়ু থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রুদ্রম-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করলো ডিআরডিও

Posted On: 29 MAY 2024 4:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ মে, ২০২৪

 

ওড়িশা উপকূলে বায়ু থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রুদ্রম-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করলো প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা- ডিআরডিও। ভারতীয় বায়ুসেনার সু৩০ এমকে-১ থেকে আজ সকাল সাড়ে ১১টা নাগাদ এই উৎক্ষেপণ ঘটানো হয়। পরীক্ষামূলক এই উৎক্ষেপণে সব উদ্দেশ্য পূরণ হয়েছে, প্রপালশন সিস্টেম ও কন্ট্রোল অ্যান্ড গাইডেন্স অ্যালগোরিদম সঠিকভাবে কাজ করেছে। চাঁদিপুরের সংযুক্ত টেস্ট রেঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে এই উৎক্ষেপনের বিভিন্ন তথ্য সংগ্রহ করে ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা হয়। 

রুদ্রম ২ হল দেশীয় প্রযুক্তিতে নির্মিত সলিড প্রপেল্ড এয়ার লঞ্চড বায়ু থেকে ভূমিতে নিক্ষেপয়োগ্য একটি ক্ষেপণাস্ত্র। এখানে ডিআরডিও-র তৈরি অত্যাধুনিক বিভিন্ন দেশীয় প্রযুক্তি কাজে লাগানো হয়েছে। 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিও, ভারতীয় বায়ুসেনা এবং সংশ্লিষ্ট শিল্প মহলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সশস্ত্র বাহিনীর শক্তি আরও বাড়ালো। 

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন দপ্তরের সচিব এবং ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ সমীর ভি কামাথ, ডিআরডিও-র সমগ্র টিমকে তাদের নিরলস পরিশ্রম এবং অবদানের জন্য অভিনন্দন জানান। 

PG/SD/NS…


(Release ID: 2022149) Visitor Counter : 78