যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

টেলিকম দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রক এসএমএস জালিয়াতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে

Posted On: 27 MAY 2024 3:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ মে, ২০২৪ 

 

টেলিকম দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রকের সহযোগিতায় নাগরিকদের এসএমএস জালিয়াতির হাত থেকে বাঁচাতে সঞ্চার সাথী উদ্যোগের মাধ্যমে ব্যবস্থা নিয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (১৪সি) সাইবার অপরাধের জন্য ৮টি এসএমএস হেডার ব্যবহার করে জালিয়াতির উদ্দেশ্যে করা বার্তা পাঠানোর বিষয়ে তথ্য দিয়েছে।
টেলিকম দপ্তর গৃহীত ব্যবস্থা: 
১) দেখা গেছে গত তিন মাসে এই ৮টি হেডার ব্যবহার করে ১০ হাজারেরও বেশি জালিয়াতির উদ্দেশ্যে বার্তা পাঠানো হয়েছে। 
২) এই ৮টি এসএমএস হেডারের মূল মালিক যারা, তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।
৩) এই সংস্থাগুলির অধীনে থাকা ৭৩টি এসএমএস হেডার এবং ১ হাজার ৫২২টি এসএমএস কনটেন্ট টেমপ্লেট-কেও কালো তালিকাভুক্ত করা হয়েছে। 
৪) উপরোক্ত কোনও সংস্থাই, এই এসএমএস হেডার অথবা টেমপ্লেট ব্যবহার করে এসএমএস পাঠাতে পারবে না।
টেলিকম দপ্তর এগুলিকে কালো তালিকাভুক্ত করেছে, যাতে নাগরিকরা পুনরায় না ফাঁদে পড়েন। সাইবার অপরাধ থেকে নাগরিকদের সুরক্ষিত রাখতে টেলিকম দপ্তর দায়বদ্ধ।
সাধারণ মানুষ যদি এরকম কোনও বার্তা পান, তা হলে সঞ্চার সাথীতে চাক্‌শু সুবিধা ব্যবহার করে টেলিকম দপ্তরকে জানাতে পারেন, যাতে সাইবার অপরাধ অথবা আর্থিক জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।
টেলি মার্কেটিং – এর জন্য ব্যবহৃত এসএমএস/কল সম্পর্কে:
১) টেলি মার্কেটিং – এর জন্য মোবাইল নম্বরে নিষেধাজ্ঞা: মোবাইল নম্বর ব্যবহার করে টেলি মার্কেটিং – এর কাজ করা যায় না। যদি কোনও গ্রাহক তাঁর টেলিফোন সংযোগ ব্যবহার করে কোনও ব্যবসায়িক বার্তা পাঠান, তা হলে এই সংক্রান্ত প্রথম অভিযোগে টেলি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবং তার নাম ও ঠিকানা দু’বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হতে পারে। 
২) টেলি মার্কেটিং কল চিহ্নিতকরণ: টেলি মার্কেটিং কল চিহ্নিত করা যায়, তাদের প্রথম নম্বরগুলি দিয়ে: 180, 140 এবং দশ সংখ্যার নম্বর থেকে টেলি মার্কেটিং করা যায় না। 
৩) স্প্যাম সম্পর্কে অভিযোগ জানাতে: স্প্যাম সম্পর্কে অভিযোগ জানাতে হলে 1909 ডায়াল করুন অথবা ডিএনডি (ডু নট ডিসটার্ব) পরিষেবা ব্যবহার করুন। 

PG/AP/SB



(Release ID: 2021883) Visitor Counter : 21