আয়ুষ
azadi ka amrit mahotsav

আয়ুষ মন্ত্রক জেনারেল ইনস্যুরেন্স কোম্পানী এবং আয়ুষ হাসপাতালের মালিকদের জন্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে

Posted On: 26 MAY 2024 1:17PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৬ মে, ২০২৪

 

বিমা ক্ষেত্রের সঙ্গে গভীর বোঝাপড়া এবং সমন্বয় তৈরি করতে এবং সকল নাগরিককে সুলভে আয়ুষ চিকিৎসা পরিষেবা দিতে ভারত সরকারের আয়ুষ মন্ত্রক জেনারেল ইনস্যুরেন্স কোম্পানীগুলির প্রধান এবং আয়ুষ হাসপাতালের মালিকদের জন্য বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করছে। 

এই অনুষ্ঠানটি হবে ২৭ মে ২০২৪ নতুন দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আর্য়ুবেদায়। শুধুমাত্র জনসাধারণের জন্য সুলভে আয়ুষ চিকিৎসা বৃদ্ধি ঘটানোই এর উদ্দেশ্য নয়, দেশের সার্বিক সুস্বাস্থ্যের উন্নতির পাশাপাশি ভারতে বিমার আওতায় সরকারি এবং বেসরকারি আয়ুষ হাসপাতালগুলিকে নিয়ে আসাও এই কর্মসূচির লক্ষ্য।

অনুষ্ঠানে নিয়ন্ত্রণমূলক কাঠামো এবং স্বাস্থ্যবিমা কর্মসূচিতে মূল স্রোতের আয়ুষ চিকিৎসায় কী ধরনের নীতিগত সহায়তা লাগবে, সেই নিয়ে আলোচনা হবে। সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমস্যা এবং সুযোগগুলি নিয়ে আলোচনার ব্যবস্থা থাকবে। আলোচনায় অন্যান্য যে প্রধান বিষয়গুলি থাকবে সেগুলি হল- আয়ুষ ক্ষেত্রে বিমার ব্যবস্থা, বিমা ক্ষেত্রে আয়ুষের অন্তর্ভুক্তি, আয়ুষ হাসপাতালগুলির সম্ভাবনা, এআইআইএ-এর সাফল্য, রোহিনী প্ল্যাটফর্মে আয়ুষ হাসপাতালগুলির উল্লেখ, বিমার আওতার জন্য আয়ুষ হাসপাতালের নিবন্ধীকরণ।

আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা, আয়ুষ মন্ত্রকের বিমা বিশেষজ্ঞদের কোর গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক বিজন কুমার মিশ্র, আয়ুষ মন্ত্রকের উপদেষ্টা ডঃ কৌস্তভ উপাধ্যায়, ডিডিএইচএস-এর ডিডিজি ডঃ এ রঘু, আর্য়ুবেদ হাসপাতালের শ্রী রাজীব বাসুদেবন, অধ্যাপক আনন্দরাম পি ভি, ডিএমএস এআইআই-এ ডঃ অলকা কাপুর, সিটিও আআইবিআই যোগানন্দ টাডেপল্লি এবং জিআইসি শ্রী সেগর সম্পতকুমার অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে ভাষণ দেবেন।  

 

PG/AP/NS


(Release ID: 2021804) Visitor Counter : 61