প্রতিরক্ষামন্ত্রক
পুণেতে ষষ্ঠ কম্যান্ডান্টস্ কনক্লেভ
Posted On:
07 MAY 2024 4:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ মে, ২০২৪
পুণের মিলিটারি ইন্সটিটিউট অফ টেকনোলজি’তে হেডকোয়াটার্স ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ-এর তত্ত্বাবধানে ৭ মে, ২০২৪ তারিখে ষষ্ঠ কম্যান্ডান্টস্ কনক্লেভ অনুষ্ঠিত হয়। এতে আর্মড ফোর্সেস ট্রেনিং ইন্সটিটিউশনস্ এবং সামরিক কলেজগুলির কম্যান্ডান্টরা ছাড়াও সশস্ত্র বাহিনীর শীর্ষ পদাধিকারীরা যোগ দেন। ভারতীয় সশস্ত্র বাহিনীতে ভবিষ্যৎ নেতৃত্বকে তুলে আনার ব্যাপারে এই কনক্লেভে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সামরিক বাহিনীর প্রতিষ্ঠানগুলিতে প্রশিক্ষণ এবং কৌশলগত নানা দিক নিয়ে এই কনক্লেভে শীর্ষ আধিকারিকরা মতবিনিময় করেন। আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতীয় সশস্ত্র বাহিনীকে আরও উন্নত করা এবং উদ্ভাবন ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কনক্লেভে আলোচনা হয়। সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে এএফটিআই-এর কম্যান্ডান্ট এবং নীতি নির্ধারণকারীরা খোলামেলা আলোচনা এবং মতবিনিময় করেন।
এই কনক্লেভে কৌশলগত সহনশীলতা, প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি উদ্ভাবনশীলতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা করেন সশস্ত্রবাহিনীর শীর্ষ কর্তারা।
PG/MP/SB
(Release ID: 2019916)
Visitor Counter : 64