প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় উপকূল রক্ষী বাহিনী কেরালা উপকূলের কাছে ৬ ভারতীয় আরোহী সহ ইরানের একটি নৌকা আটক করেছে

Posted On: 06 MAY 2024 4:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ মে, ২০২৪

 

ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ৫ মে ২০২৪ কেরালা উপকূলের কাছে পশ্চিম বেপোর-এ ৬ ভারতীয় নাবিক সহ ইরানের একটি মাছ ধরার নৌকা আটক করেছে। বাহিনীর জাহাজ এবং বিমানের সাহায্যে সমন্বিত অভিযানে দ্রুত আটক করা গেছে নৌকাটিকে।

এরপর বাহিনীর জওয়ানরা আটক করা নৌকাটিতে উঠে আদ্যোপান্ত খানা-তল্লাশি চালায় দেশ বিরোধী কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত কী না তা দেখতে। প্রাথমিক তদন্তে জানা গেছে নৌকাটির মালিক একজন ইরানী ব্যবসায়ী। তিনি তামিলনাড়ু থেকে এই ভারতীয় মৎস্যজীবীদের ভাড়া করেছিলেন ইরান উপকূলে মাছ ধরার জন্য। তাদের ইরানের ভিসাও দেওয়া হয়েছিল।

নাবিকদের অভিযোগ, ওই ব্যবসায়ী তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। ন্যূনতম খাদ্য-পানীয় দেওয়া হয়নি। পাশাপাশি তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে। নাবিকরা জানায়, তাদের পরিকল্পনা ছিল এই নৌকা নিয়েই ইরান থেকে ভারতে পালিয়ে আসার। 

আটক নৌকাটিকে ৬ মে ২০২৪-এ কোচিতে নিয়ে আসা হয়েছে আরও তদন্তের জন্য।

    


PG/AP/NS…


(Release ID: 2019807) Visitor Counter : 59