রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

এ মাসের ৪ থেকে ৮ তারিখ পর্যন্ত হিমাচল প্রদেশ সফর করবেন রাষ্ট্রপতি

Posted On: 03 MAY 2024 6:54PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩ মে, ২০২৪

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এ মাসের ৪ থেকে ৮ তারিখ পর্যন্ত হিমাচল প্রদেশ সফর করবেন। সফরকালে তিনি অবস্থান করবেন সিমলার রাষ্ট্রপতি নিবাসে। 

আগামী ৬ মে ধর্মশালায় তিনি হিমাচল প্রদেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

এর পরের দিন অর্থাৎ ৭ মে সিমলায় আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠনেও উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। পরে, তিনি সিমলার রাজভবনে হিমাচল প্রদেশের রাজ্যপালের দেওয়া এক নৈশভোজ অনুষ্ঠানে যোগ দেবেন। 


PG/SKD/AS


(Release ID: 2019665) Visitor Counter : 75