প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং গুজরাটের এটিএস যৌথ অভিযান চালিয়ে ১৭৩ কেজি মাদকবাহী ভারতীয় মাছ ধরার নৌকা আটক করেছে; গ্রেপ্তার দুই

Posted On: 29 APR 2024 5:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ এপ্রিল, ২০২৪

 

গুজরাটের সন্ত্রাস মোকাবিলা বাহিনী (এটিএস)-র সঙ্গে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী যৌথ উদ্যোগে আরব সাগরে ১৭৩ কেজি মাদকবাহী একটি ভারতীয় মাছ ধরার নৌকাকে আটক করেছে। মাদকবাহী দুই কুচক্রীকে আটক করা হয়েছে। 

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং গুজরাটের এটিএস সন্দেহভাজন নৌকাটিকে আটক করতে সর্বাত্মক নজরদারি চালায়। শেষ পর্যন্ত মাছ ধরার নৌকাটিকে শনাক্ত করে আটক করা হয়েছে। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তদন্ত চলছে।

গত তিন বছরে এই নিয়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ১২ বার এ জাতীয় নৌকা আটক করল। অতি সম্প্রতি একটি পাকিস্তানি মাছ ধরার নৌকাকে আটক করা হয়েছিল। তাতে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য মজুত ছিল। সমুদ্রে মাদক চোরাচালান রোধে উপকূলবর্তী এলাকাকে সুরক্ষিত রাখতে এই দুই সংস্থা অসামান্য দায়বদ্ধতার পরিচয় দিয়েছে।  

PG/AB/DM



(Release ID: 2019168) Visitor Counter : 30