উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক

উত্তর-পূর্বাঞ্চলে পর্যটনের উন্নয়নের জন্য গঠিত টাস্ক ফোর্স চতুর্থ বৈঠক সম্পন্ন করেছে

Posted On: 25 APR 2024 5:07PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ এপ্রিল, ২০২৪

 

নতুন দিল্লিতে আজ উত্তর-পূর্বাঞ্চলের পর্যটন ক্ষেত্রের উন্নয়নের জন্য গঠিত টাস্ক ফোর্সের চতুর্থ বৈঠক হয়। আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা – উত্তর-পূর্বাঞ্চলের এই সবক’টি রাজ্যের সরকারি প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন। এছাড়াও, নীতি আয়োগ; অসামরিক বিমান চলাচল মন্ত্রক; অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক; বস্ত্র মন্ত্রক; পর্যটন মন্ত্রক; সংস্কৃতি মন্ত্রক; তথ্য ও সম্প্রচার মন্ত্রক সহ বিভিন্ন বেসরকারি সহযোগী সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেন।

পর্যটন ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলের সুসংহত উন্নয়নের জন্য কৌশলগত বিভিন্ন দিক নিয়ে টাস্ক ফোর্স আলোচনা করে। বেসরকারি সংস্থায় সংশ্লিষ্ট প্রতিনিধিদের যোগদান বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন বিষয়ক মন্ত্রক এর আগের বৈঠকে যে সিদ্ধান্তগুলি নিয়েছিল, তার বাস্তবায়নের দিকটিও খতিয়ে দেখা হয়। উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে উত্তর-পূর্বাঞ্চলে পর্যটনের উন্নয়নের জন্য একটি টাস্ক ফোর্স গঠনের কথা বলছিল মন্ত্রক। এরপর, ২০২৩ সালের ২০ অক্টোবর এই টাস্ক ফোর্সটি গঠিত হয়। সংশ্লিষ্ট মন্ত্রকের প্রতিনিধি ও অন্যান্য প্রতিনিধিদের অংশগ্রহণে এই টাস্ক ফোর্স কাজ করে চলেছে। উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন বিষয়ক মন্ত্রক সমগ্র বিষয়টি নিয়ন্ত্রণ করছে। 
 
 PG/PM/DM



(Release ID: 2019058) Visitor Counter : 13