প্রধানমন্ত্রীরদপ্তর
সরকারের সার্বিক দৃষ্টিভঙ্গির ওপর জোর দিয়ে এই বিষয়ে সচেতনতা গড়ে তোলা এবং হাসপাতালগুলিতে যথাযথ প্রস্তুতির পরামর্শ প্রধানমন্ত্রীর
আসন্ন গ্রীষ্মকালীন মরশুমের আবহাওয়ার পূর্বাভাস এবং স্বাভাবিকের থেকে ওপরে তাপমাত্রা থাকার আশঙ্কা সম্পর্কে অবহিত করা হল প্রধানমন্ত্রীকে
স্বাস্থ্যক্ষেত্রের প্রস্তুতিও খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
সচেতনতা সংক্রান্ত প্রয়োজনীয় নানা তথ্য স্থানীয় ভাষায় বিভিন্ন মাধ্যমে প্রচারের ওপর জোর
স্বাস্থ্য মন্ত্রক এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকা স্থানীয় ভাষায় অনুবাদ করে ব্যাপক প্রচারের উদ্যোগ
Posted On:
11 APR 2024 9:18PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ এপ্রিল, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করেছেন।
প্রধানমন্ত্রীকে চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের আবহাওয়ার পূর্বাভাস এবং দেশের অধিকাংশ অঞ্চলে, বিশেষত মধ্য ভারত ও পশ্চিম ভারতের উপদ্বীপিয় অঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকার আশঙ্কা সম্পর্কে জানানো হয়।
এই পরিস্থিতির মোকাবিলায় অত্যাবশ্যক ওষুধপত্র, ইন্ট্রাভেনাস ফ্লুইড, আইস প্যাক, ওআরএস ও পানীয় জল পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হয়।
সচেতনতা সংক্রান্ত বিভিন্ন তথ্য স্থানীয় ভাষায় টেলিভিশন, রেডিও ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের ওপর জোর দেওয়া হয়েছে। এই বছর গ্রীষ্মের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকার আশঙ্কা, এর সঙ্গে চলবে সাধারণ নির্বাচনও। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রক ও জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের নির্দেশিকাগুলি স্থানীয় ভাষায় অনুবাদ করে ব্যাপক প্রচারের প্রয়োজন রয়েছে।
প্রধানমন্ত্রী পরিস্থিতি মোকাবিলায় সার্বিক দৃষ্টিভঙ্গী গ্রহণের ওপর জোর দিয়েছেন। কেন্দ্রীয়, রাজ্য ও জেলা স্তরে সরকারের প্রতিটি শাখা এবং বিভিন্ন মন্ত্রকের কাজের মধ্যে সমন্বয় সাধনের নির্দেশ দিয়েছেন তিনি। বনে আগুন লাগলে তা যাতে দ্রুত চিহ্নিত করে নিভিয়ে ফেলা যায়, সেই ব্যবস্থা করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রধান সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ভারতীয় আবহাওয়া দফতরের আধিকারিকরা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ বৈঠকে উপস্থিত ছিলেন।
PG/SD/SG
(Release ID: 2017734)
Visitor Counter : 110
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Nepali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam