আয়ুষ
azadi ka amrit mahotsav

বিশ্বজুড়ে হোমিওপ্যাথির কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতার ডাক হোমিওপ্যাথি সম্মেলনে

Posted On: 11 APR 2024 7:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ এপ্রিল, ২০২৪

 

বিশ্বজুড়ে হোমিওপ্যাথির কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতার বার্তা দিয়ে নতুন দিল্লিতে আজ শেষ হয়েছে হোমিওপ্যাথি সম্মেলন।  দু’দিনের এই সম্মেলনে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং হোমিওপ্যাথি ও আয়ুষ চিকিৎসায় সাত জন পদ্ম পুরস্কার জয়ী উপস্থিত ছিলেন।  চিকিৎসক, বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা মিলিয়ে ৬ হাজারের বেশি অংশগ্রহণকারী এই হোমিওপ্যাথি সিম্পোজিয়ামে যোগ দিয়েছিলেন এবং হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে তাঁদের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়।  

সম্মেলনের দ্বিতীয় দিনে জাতীয় হোমিওপ্যাথি কমিশনের চেয়ারপার্সন ডা. অনিল খুরানা বলেন, “ভারতে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপনের মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসা সংক্রান্ত আলোচনা এবং এর বিকাশে নীতি নির্ধারণ নিয়ে মতবিনিময়ের সুযোগ এসেছে।  সরকারি পৃষ্ঠপোষকতার জন্য ধন্যবাদ।  হোমিওপ্যাথির ব্যাপক পরিকাঠামো গড়ে উঠেছে এবং এই চিকিৎসায় ভারত বিশ্ব নেতা হয়ে উঠেছে।”

সম্মেলনে বিভিন্ন আলোচনাচক্রে জটিল রোগ নিরাময়ে হোমিওপ্যাথি চিকিৎসার কার্যকারিতা নিয়ে মতবিনিময় করেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসকরা।  পশু চিকিৎসাতেও হোমিওপ্যাথির ইতিবাচক ফল নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা।  গবেষক ও বিজ্ঞানীরা তাঁদের গবেষণা সম্পর্কে বিস্তারিত তথ্য পেশ করেন।  বিশেষজ্ঞ, গবেষক, শিল্প মহলের প্রতিনিধি, পেশাদার এবং অন্যান্য অংশীদাররা গুরুত্বপূর্ণ আলোচনাগুলিতে অংশ নেন এবং তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন।  সম্মেলনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হোমিওপ্যাথি বিশেষজ্ঞরাও।  এই সম্মেলনে নিরন্তর গবেষণা, উন্নত শিক্ষাদান এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।  সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে। 


PG/MP/DM


(Release ID: 2017693) Visitor Counter : 80