নির্বাচনকমিশন

লোকসভা নির্বাচন ২০২৪-এর আগে আয়কর নির্দেশনালয়(তদন্ত)দিল্লি, ২৪ ঘন্টার কন্ট্রোলরুম খুলল এবং চালু করল টোল-ফ্রি মোবাইল নম্বর-৯৮৬৮১৬৮৬৮২

Posted On: 20 MAR 2024 5:27PM by PIB Kolkata

নতুন দিল্লি ২০ মার্চ ২০২৪


ভোটে কালো টাকার রমরমা কমাতে এবং সুষ্ঠু ও স্বচ্ছভাবে লোকসভা নির্বাচন ২০২৪ সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে সহায়তার লক্ষ্যে সক্রিয় আয়কর দফতর।
এজন্য আয়কর নির্দেশনালয়(তদন্ত)দিল্লি, জাতীয় রাজধানী এলাকায় হিসাব বহির্ভুত নগদ টাকা, মূল্যবান সামগ্রী কিম্বা সন্দেহজনক বস্তুর আদান-প্রদানের ওপর নজর রাখতে বেশকিছু ব্যবস্থা নিয়েছে। 
নতুন দিল্লির সিভিক সেন্টারে ২৪ ঘন্টার কন্ট্রোলরুম খোলা হয়েছে এবং চালু করা হয়েছে টোল-ফ্রি মোবাইল নম্বর-৯৮৬৮১৬৮৬৮২। নগদ টাকা কিম্বা মূল্যবান সামগ্রীর সন্দেহজনক আদান-প্রদান নজরে আসলে যে কেউ এখানে তা জানাতে পারবেন।
কন্ট্রোলরুমের বিশদ তথ্যঃ
রুম নম্বর ১৭, একতলা, সি ব্লক, সিভিক সেন্টার, নতুন দিল্লি-১১০০০২ টোল-ফ্রি নম্বরঃ ১৮০০১১২৩০০
ল্যান্ডলাইন নম্বরঃ ০১১-২৩২৩২৩১২/৩১/৬৭/৭৬
টোল-ফ্রি মোবাইল নম্বরঃ ৯৮৬৮১৬৮৬৮২
নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকার সময় এই কন্ট্রোলরুম চালু থাকছে। কেউ তথ্য দিলে তাঁর পরিচয় গোপন রাখা হবে।

PG/AC/CS



(Release ID: 2015925) Visitor Counter : 41