প্রধানমন্ত্রীরদপ্তর

শ্রী রাম মন্দির সম্পর্কিত বিশেষ ডাক টিকিট ও একটি বই প্রকাশ নিয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা

Posted On: 18 JAN 2024 2:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি, ২০২৪


নমস্কার ! রাম রাম।
আজ আমি শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার মতো আরও একটি উল্লেখযোগ্য অনুষ্ঠানের যুক্ত হতে পেরে গর্বিত। ৬ টি স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়েছে এরই সঙ্গে। সারা বিশ্ব থেকে ভগবান শ্রী রামের প্রতি উৎসর্গ করে ডাক টিকিটের একটি অ্যালবামও প্রকাশিত হয়েছে। আমি দেশে বিদেশের রামভক্তদের পাশাপাশি সকল নাগরিককে অভিনন্দন জানাই।
বন্ধুগণ,
আমরা ডাকটিকিটের প্রাথমিক কার্যকারিতা যেমন চিঠি, বার্তা অথবা গুরুত্বপূর্ণ নথি পাঠাতে লেফাফায় সাঁটানো তার সঙ্গে পরিচিত। এই প্রাথমিক কাজের পাশাপাশি ডাকটিকিটের দ্বিতীয় ভূমিকা কি জানা জরুরি। ডাকটিকিট পরবর্তী প্রজন্মের কাছে ধারণা, ইতিহাস এবং উল্লেখযোগ্য ঘটনা জানিয়ে যাওয়ার মাধ্যম। যখন একটি ডাকটিকিট বের হয় এবং পাঠানো হয় কারো কাছে তখন এটা যোগাযোগের মাধ্যমেরও কিছু বেশি হয়ে যায়। এটি হয়ে ওঠে ঐতিহাসিক জ্ঞানের বাহক। এই ডাকটিকিটগুলি শুধুমাত্র কাগজের টুকরো অথবা শিল্প নয়। এরা অতি ক্ষুদ্র ইতিহাসের বই, শিল্প সামগ্রী এবং ঐতিহাসিক স্থানের বিবরণী। অন্য কথায় এগুলি গুরুত্বপূর্ণ পাঠ্য এবং ধারণার ক্ষুদ্রতম সংস্করণ।  
আমি দেখেছি এই ডাকটিকিটগুলিতে রাম মন্দিরের দারুণ ছবি আছে। শিল্পীর অভিব্যক্তির মাধ্যমে প্রকাশ হয়েছে রামভক্তির। জনপ্রিয় চৌপাঈ
‘মঙ্গল ভবন অমঙ্গল হরি’ এর মাধ্যমে দেশের মঙ্গল কামনা ছবির মধ্যে ফুটে উঠেছে। এতে আছে সূর্য যা সূর্যবংশী রামের প্রতীক যা দেশে নতুন আলোর বার্তা দিচ্ছে। এছাড়া পবিত্র নদী সরযূর ছবি আছে যার মাধ্যমেও বোঝা যাচ্ছে এই দেশ রামের আর্শীবাদধন্য। মন্দিরের অভ্যন্তরীণ স্থাপত্যের নিখুঁত সৌন্দর্য এই ডাকটিকিটগুলিতে তুলে ধরা হয়েছে। আমাকে জানানো হয়েছে একভাবে এটিতে আমাদের পঞ্চভূতের দর্শন ভগবান রামের মাধ্যমে প্রদর্শিত হয়েছে। এই কাজে ডাকবিভাগ সাধুদের এবং রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের দিশা নির্দেশ পেয়েছে।
বন্ধুগণ,
ভগবান শ্রী রাম, মাতা সীতা এবং রামায়ণের কাহিনি যুগ যুগ ধরে সমাজ, জাতি, ধর্ম এবং অঞ্চল নির্বিশেষে কথিত হয়ে চলেছে। যুক্ত করেছে প্রত্যেক ব্যক্তিকেই। রামায়ণ ত্যাগ, একতা এবং সবচেয়ে দুঃসময়ে সাহসের প্রতীক। অসংখ্য প্রতিকূলতার মধ্যে ভালবাসা দিয়ে জয়ের শিক্ষা দেয়। মানবতার সঙ্গে বিশ্ব সংযোগ গড়ে তোলে। এই সর্বজনীন আবেদনের কারণ রামায়ণ সারা বিশ্বের কাছে আগ্রহ সৃষ্টি করেছে ও নানা দেশের সংস্কৃতিতে উৎসাহ তৈরি করেছে। আজ যে বই প্রকাশিত হল সেখানে সেই মনোভাব নিয়ে তুলে ধরা হয়েছে ভগবান রাম, মাতা সীতা এবং রামায়ণের আন্তর্জাতিক স্বীকৃতিকে। বর্তমান প্রজন্ম জেনে সুখী হবে যে শ্রী রামকে নিয়ে কত দেশ ডাকটিকিট প্রকাশ করেছে। আমেরিকা, অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ফিজি, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড, তাইল্যান্ড, গায়না এবং সিঙ্গাপুরের মতো দেশ ডাকটিকিটের মাধ্যমে ভগবান রামের জীবন কাহিনিকে সম্মান জানিয়েছে, নিবেদন করেছে শ্রদ্ধা এবং ভালবাসা। এই অ্যালবাম শুধুমাত্র ভগবান রাম কীভাবে ভারতকে ছাড়িয়ে নানা দেশে আদর্শ চরিত্র হয়ে উঠেছে তা দেখিয়েছে তাই নয়, ভগবান রাম এবং রামায়ণ বিশ্ব সভ্যতায় যে প্রবল প্রভাব ফেলেছে তারও সন্ধান করেছে। কীভাবে এই আধুনিক যুগেও দেশগুলি এই চরিত্রটির গুণগান করেছে তার ওপরেও আলোকপাত করেছে। এছাড়া এই অ্যালবাম ভগবান শ্রী রাম ও মাতা জানকীর কাহিনি ছোটো করে বর্ণনা করেছে। এতে আছে মহর্ষি বাল্মীকির চিরন্তন বাণী।–
যাবৎ স্থাস্যন্তি গিরয়ঃ, 
সরিতশ্চ মহীতলে।
তাবৎ রামায়ণকথা, 
লোকেষু প্রচরিষ্যতি।।
এর অর্থ হল যতদিন পৃথিবীতে পর্বত এবং নদী থাকবে, ততদিন রামায়ণ এবং শ্রী রামের এই মহাকাব্য মানুষের মধ্যে বর্তমান থাকবে। আমি আরও একবার আপনাদের সকলকে এবং সকল দেশবাসীকে এই বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ অনুষ্ঠানে অভিনন্দন জানাই।
ধন্যবাদ! রাম রাম।  


PG/AP /SG



(Release ID: 2015408) Visitor Counter : 36