প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী শ্রী রাম জন্মভূমি মন্দিরের উদ্দেশে নিবেদিত ৬ টি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন
प्रविष्टि तिथि:
18 JAN 2024 3:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ জানুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রী রাম জন্মভূমি মন্দিরের উদ্দেশে নিবেদিত ৬ টি বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ভগবান রাম সংক্রান্ত একই ধরনের পূর্ব প্রকাশিত ডাকটিকিটের একটি অ্যালবামও প্রকাশ করেছেন তিনি। এই অনুষ্ঠানে তিনি ভারত এবং বিদেশে ভগবান রামের ভক্তদের অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা সকলে জানি এই ডাকটিকিট খামে লাগানো হয় চিঠি অথবা গুরুত্বপূর্ণ নথি পাঠাতে। কিন্তু এর দ্বারা অন্য উদ্দেশ্যও সাধিত হয়। ডাকটিকিট ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি ঐতিহাসিক ঘটনা প্রেরণের মাধ্যম হিসেবেও কাজ করে। তাই যখন আপনি ডাকটিকিট সাঁটিয়ে কোনো চিঠি অথবা জিনিস অন্যকে পাঠান তখন তাঁকে এক টুকরো ইতিহাসও পাঠান। এই টিকিটগুলি শুধুমাত্র একটি কাগজের টুকরো নয়। এগুলি ইতিহাসের বই, শিল্পসামগ্রী এবং ঐতিহাসিক স্থলের ক্ষুদ্র সংস্করণ।
প্রধানমন্ত্রী বলেন, এই স্মারক ডাকটিকিটগুলি আমাদের যুব প্রজন্মকে ভগবান রাম এবং তাঁর জীবন সম্পর্কে শিক্ষা নিতে সাহায্য করবে। তিনি বলেন, এই ডাকটিকিটগুলিতে শৈল্পিক অনুভবের মাধ্যমে ভগবান রামের প্রতি ভক্তি প্রকাশ পেয়েছে। উল্লিখিত হয়েছে একটি জনপ্রিয় চতুষ্পদী ; ‘মঙ্গল ভবন অমঙ্গল হারি’, দেশের উন্নয়নের জন্য শুভেচ্ছা কামনা করা হয়েছে। সূর্য, ‘সূর্যবংশী’ রামের প্রতীক, ‘সরযূ’ নদী এবং মন্দিরের অভ্যন্তরীণ স্থাপত্য এই ডাকটিকিটগুলিতে চিত্রিত হয়েছে। সূর্য দেশে নতুন আলোর বার্তা দেয়, সরযূর ছবি থেকে বুঝতে পারি যে দেশ ভগবান রামের আশীর্বাদে সর্বসময় প্রাণবন্ত থাকবে।
প্রধানমন্ত্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সঙ্গে সাধুদেরও প্রশংসা করেছেন যাঁরা ডাকবিভাগকে এই স্মারক ডাকটিকিট প্রকাশে সাহায্য করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ভগবান রাম, মা সীতা এবং রামায়ণের শিক্ষা, কাল, সমাজ এবং জাতি নির্বিশেষে প্রবহমান এবং যুক্ত করে এককে অন্যের সঙ্গে। তিনি বলেন, রামায়ণ আমাদের ভালবাসা, ত্যাগ, একতা এবং অতি দুঃসময়ে সাহসের শিক্ষা দেয়। গোটা মানব সমাজকে একসূত্রে বেঁধে ফেলে। এই কারণেই রামায়ণ সারা বিশ্বের কাছে আগ্রহের বিষয়। তিনি বলেন, যে বইগুলি প্রকাশিত হল তার থেকে বোঝা যায় ভগবান রাম, মা সীতা এবং রামায়ণকে সারা বিশ্বে কি চোখে দেখা হয়।
প্রধানমন্ত্রী বলেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ফিজি, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড, তাইল্যান্ড, গায়না এবং সিঙ্গাপুরের সহ অনেক দেশ অত্যন্ত আগ্রহ নিয়ে ভগবান রামের জীবন নির্ভর ডাকটিকিট প্রকাশ করেছে। তিনি বলেন, নতুন প্রকাশিত অ্যালবামে ভগবান শ্রী রামের সম্পর্কে সব তথ্য এবং মা জানকীর কাহিনি আছে যা আমাদের জীবন সম্পর্কে অন্তর্দৃষ্টি দেবে। এটা আমাদের এও জানাবে যে ভগবান রাম ভারতের বাইরে সমানভাবে পূজনীয় এবং কীভাবে এই আধুনিককালেও এই চরিত্র শ্রদ্ধা পাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, মহর্ষি বাল্মীকির সেই বাণী আজও চিরন্তন, যেখানে উনি বলেছেন :
যাবৎ স্থাস্যন্তি গিরয়ঃ, সরিতশ্চ মহীতলে। তাবৎ রামায়ণকথা, লোকেষু প্রচরিষ্যতি।।
এর অর্থ হল যতদিন পৃথিবীতে পর্বত এবং নদী থাকবে, ততদিন রামায়ণ এবং শ্রী রামের এই মহাকাব্য মানুষের মধ্যে বর্তমান থাকবে। এমনই ভগবান রামের ব্যক্তিত্ব।
PG/AP /SG
(रिलीज़ आईडी: 2015406)
आगंतुक पटल : 130
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam