কেন্দ্রীয়মন্ত্রিসভা
পিএম উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য নির্দিষ্ট ৩০০ টাকার ভর্তুকি চালু রাখার প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা
Posted On:
07 MAR 2024 7:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ মার্চ, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৪-২৫ অর্থ বছরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (পিএমইউওয়াই) -র গ্রাহকদের বাৎসরিক ১২টি রিফিল পর্যন্ত প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারে (৫ কেজির সিলিন্ডারে আনুপাতিক হারে) নির্দিষ্ট ৩০০ টাকার ভর্তুকি চালু রাখার প্রস্তাব অনুমোদন করেছে। ২০২৪এর পয়লা মার্চ পর্যন্ত পিএমইউওয়াই সুবিধা প্রাপকের সংখ্যা ১০.২৭ কোটির বেশি।
এর জন্য ২০২৪-২৫ অর্থ বছরে মোট খরচ হবে ১২,০০০ কোটি টাকা। এই ভর্তুকি যোগ্য সুবিধা প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়ে।
গ্রামীণ এবং বঞ্চিত গরিব পরিবারে স্বচ্ছ রান্নার জ্বালানী হিসেবে লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর সুবিধা দিতে সরকার ২০১৬ সালের মে মাসে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সূচনা করে দরিদ্র পরিবারের বয়স্কা মহিলাকে কোনো জমা ছাড়াই এলপিজি সংযোগ দিতে।
ভারত প্রয়োজনীয় এলপিজির প্রায় ৬০% আমদানি করে থাকে। পিএমইউওয়াই সুবিধাপ্রাপকদের এলপিজি-র আন্তর্জাতিক বাজারে দামের তীব্র ওঠা-নামার প্রভাব থেকে আড়াল করতে এবং এলপিজি-কে পিএমইউওয়াই গ্রাহকদের কাছে আরও সুলভ করতে, যাতে তাদের নিয়মিত এলপিজি ব্যবহার নিশ্চিত হয়, সরকার ২০২২-এর মে মাস থেকে পিএমইউওয়াই গ্রাহকদের বছরে ১২টি রিফিল পর্যন্ত ১৪.২ কেজির সিলিন্ডার পিছু উদ্দিষ্ট ২০০ টাকার ভর্তুকি (৫ কেজি সংযোগের ক্ষেত্রে আনুপাতিক হারে) দিতে শুরু করে। ২০২৩-এর অক্টোবরে এই ভর্তুকির পরিমাণ বাড়িয়ে ৩০০ টাকা করা হয়। ০১.০২.২০২৪ পর্যন্ত পিএমইউওয়াই গ্রাহকদের জন্য গৃহস্থালী এলপিজি-র দাম ১৪.২ কেজির সিলিন্ডার পিছু ৬০৩ টাকা (দিল্লি)।
পিএমইউওয়াই গ্রাহকদের গড় এলপিজি ব্যবহার ২০১৯-২০-এর ৩.০১ রিফিল থেকে ২০২৩-২৪এ ৩.৮৭ রিফিল (২০২৪-এর জানুয়ারি পর্যন্ত) দাঁড়িয়েছে। এই বৃদ্ধির হার ২৯%। সকল পিএমইউওয়াই সুবিধাপ্রাপকই এই ভর্তুকি পাওয়ার যোগ্য।
PG/AP/NS…
(Release ID: 2012505)
Visitor Counter : 357
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam