কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

পিএমএফবিওয়াই-এর আওতায় চলতি বছরে এ পর্যন্ত ২৭ শতাংশ নথিভুক্তি বৃদ্ধি

Posted On: 06 MAR 2024 10:56AM by PIB Kolkata

 নতুন দিল্লি ৬ মার্চ ২০২৪


গত ৮ বছরে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় ৫৬.৮০ কোটি কৃষক নাম নথিভুক্ত করেছেন এবং ২৩.২২ কোটি কৃষক আবেদনকারী তাঁদের প্রাপ্য টাকা পেয়েছেন। এই সময়কালে কৃষকরা তাঁদের প্রিমিয়াম হিসেবে প্রায় ৩১,১৩৯ কোটি টাকা প্রদান করেছেন এবং বিনিময়ে তাঁদের দেওয়া হয়েছে ১,৫৫,৯৭৭ কোটি টাকা। অর্থাৎ প্রতি ১০০ টাকা প্রিমিয়ামের বিনিময়ে কৃষকরা পেয়েছেন ৫০০ টাকা। 

বিশ্বের তৃতীয় বৃহত্তম বিমা প্রকল্প পিএমএফবিওয়াই চালু হয়েছিল ২০১৬ সালে। এই বিমার লক্ষ্য ছিল, ফসলের আকস্মিক ক্ষয়ক্ষতির হাত থেকে কৃষকদের রক্ষা করা। কৃষি ও পরিবার কল্যাণ দফতর নিয়মিত এই প্রকল্পের তদারকি করে থাকে। সরকারের উদ্যোগের ফলে প্রতিবছর নথিভুক্ত কৃষকদের সংখ্যা বেড়ে চলেছে। কৃষকরা স্বত:স্ফুর্তভাবে এগিয়ে আসছেন। স্বচ্ছতা বজায় রেখে কৃষকদের কাছে যাতে এই প্রকল্পের সুযোগ সুবিধা সময়মতো পৌঁছয়, সেব্যাপারে সরকারের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চালানো হয়।


PG/MP/CS…


(Release ID: 2012086) Visitor Counter : 73