যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

সংসদের কেন্দ্রীয় কক্ষে জাতীয় যুব সংসদ উৎসব ২০২৪ – এর ফাইনাল হবে ৫ ও ৬ মার্চ

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য প্রতিযোগিতায় অংশ নেবেন রাজ্য পর্যায়ের বিজয়ীরা

Posted On: 04 MAR 2024 3:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ মার্চ, ২০২৪ 


যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তর সংসদের কেন্দ্রীয় কক্ষে ৫ ও ৬ মার্চ জাতীয় যুব সংসদ উৎসব ২০২৪ – এর ফাইনালের আয়োজন করেছে। 
‘তরুণদের বার্তা: অংশগ্রহণের মাধ্যমে দেশের রূপান্তরের প্রক্রিয়াকে শক্তিশালী করা’ – এই থিমের উপর ভিত্তি করে এ বছর জাতীয় যুব সংসদ উৎসবের আয়োজন করা হয়েছে। এ বছর এই উৎসবের সূচনা হয়েছে ৯ ফেব্রুয়ারি। দেশের ৭৮৫টি জেলায় ৩টি স্তরে যুব সংসদের আয়োজন হয়েছে। জেলাস্তরে এই প্রতিযোগিতা হয় ৯ – ১৪ ফেব্রুয়ারি। ঐ পর্বে বিজয়ীরা রাজ্য স্তরে প্রতিযোগিতায় অংশ নেন। এই পর্বটি চলে ১৯ – ২৪ ফেব্রুয়ারি। 
জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য নতুন দিল্লিতে সমবেত হচ্ছেন রাজ্য স্তরের ৮৭ জন বিজেতা। এদের মধ্যে ২৯ জন নির্দিষ্ট বিষয়ে বক্তব্য রাখবেন। বাকিরা থাকবেন শ্রোতার ভূমিকায়। 
যুব সংসদ উৎসবের আয়োজক হ’ল – নেহরু যুব কেন্দ্র সংগঠন এবং ন্যাশনাল সার্ভিস স্কিম। তরুণ প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক চেতনা, শৃঙ্খলাবোধ এবং অন্যের মতামতকে শ্রদ্ধা জানানোর মানসিকতা গড়ে তুলতেই সরকারের এই উদ্যোগ। ২০১৭’র ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী তাঁর মন কি বাত – এ এই ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রথম জাতীয় যুব সংসদ উৎসব অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। 


PG/AC/SB…



(Release ID: 2011440) Visitor Counter : 71