স্বরাষ্ট্র মন্ত্রক

বিপর্যয় মোকাবিলায় ভারতকে শক্তিশালী করে তোলার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি বহুপাক্ষিক বিপর্যয় ব্যবস্থাপনা পরিকল্পনার সূচনা করেছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ জানিয়েছেন

Posted On: 19 FEB 2024 5:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, বিপর্যয় মোকাবিলায় ভারতকে শক্তিশালী করে তোলার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি বহুপাক্ষিক বিপর্যয় ব্যবস্থাপনা পরিকল্পনার সূচনা করেছেন। 

সামাজিক মাধ্যম এক্স-এ বিপর্যয় ব্যবস্থাপনা সংক্রান্ত একগুচ্ছ পোস্টে শ্রী শাহ বলেছেন :

“প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি একটি বহুপাক্ষিক বিপর্যয় ব্যবস্থাপনা পরিকল্পনার সূচনা করেছেন। এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচানোর জন্য মোদী সরকার এমন এক ব্যবস্থাপনা গড়ে তুলেছে যার সাহায্যে দ্রুত সতর্কবার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত অঞ্চলে পাঠানো যাবে।”

“বিপর্যয় মোকাবিলার জন্য ভারতকে আরও শক্তিশালী করে তুলতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দুর্যোগের সময় যাতে কোনো প্রাণহানি না ঘটে, তা নিশ্চিত করার জন্য উদ্যোগী হয়েছেন। আজ প্রত্যেক মানুষের জীবন রক্ষার্থে আমাদের বিপর্যয় মোকাবিলা বাহিনীগুলি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।”

“প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে ভারত আজ যেকোনো বিপর্যয়ের মোকাবিলা করতে সক্ষম। মোদী সরকারের ‘জিরো ক্যাজুয়ালিটি’ নীতির কারণে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর সময় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।”

শ্রী শাহ আরও বলেছেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভারতের যুবশক্তির প্রতি আস্থাশীল। যুবশক্তির ওপর ভিত্তি করে দেশে বিপর্যয় ব্যবস্থাপনাকে শক্তিশালী করা হয়েছে। মোদী সরকার বিপর্যয়ের সময় উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় লক্ষ লক্ষ যুবক-যুবতীকে প্রশিক্ষণ দিয়েছে। এর ফলে যেকোনো বিপর্যয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আমাদের বাহিনীগুলির মনোবল এখন তুঙ্গে।”

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিভিন্ন রাজ্যে দমকল ব্যবস্থাপনাকে উন্নত করতে, বড় বড় শহরগুলিতে বন্যার ঝুঁকি কমাতে এবং ১৭টি রাজ্যে ভূমিধ্বসের ফলে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি হ্রাস করতে ৮ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়িত করেছে। এছাড়াও, ২০২৩-এর জুন মাস থেকে দমকল বাহিনীর আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য ৫ হাজার কোটি টাকার আরও একটি প্রকল্প রূপায়ণের কাজ শুরু হয়েছে। ২০২১ সালে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা তহবিল থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ১৩,৬৯৩ কোটি টাকা এবং রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা তহবিলের জন্য ৩২,০৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীগুলিকে দেওয়া হয়। এছাড়াও, ৩৬৯ কোটি টাকার ‘আপদ মিত্র প্রকল্প’ দেশের ৩৫০টি প্রাকৃতিক বিপর্যয়প্রবণ জেলার জন্য কার্যকর হয়েছে। এই প্রকল্পে ১ লক্ষ তরুণ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হবে। ইতোমধ্যেই ৮৩ হাজার স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ পেয়েছেন।

PG/CB/DM/



(Release ID: 2007339) Visitor Counter : 80