স্বরাষ্ট্র মন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, বিপর্যয় প্রতিরোধী ভারত গড়ে তুলতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এক বহুমাত্রিক বিপর্যয় মোকাবিলা পরিকল্পনা চালু করেছেন

Posted On: 19 FEB 2024 8:59PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪৷৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, বিপর্যয় প্রতিরোধী ভারত গড়ে তুলতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বহুমাত্রিক পরিকল্পনা চালু করেছেন।

সামাজিক মাধ্যম 'এক্স' এ বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত একাধিক পোস্টে শ্রী অমিত শাহ বলেন, "প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি একটি বহুমাত্রিক বিপর্যয় মোকাবিলা পরিকল্পনা চালু করেছেন। এই দৃষ্টিভঙ্গির অধীনে, মোদী সরকার তাৎক্ষণিক প্রতিক্রিয়া বাহিনী গঠন করেছেন এবং আগাম সতর্কতা ব্যবস্থা তৈরি করা হয়েছে যার ফলে লক্ষ লক্ষ জীবন বাঁচানো সম্ভব হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায় মন্ত্রী বলেন, "বিপর্যয় প্রতিরোধী ভারত গড়ে তুলতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বিপর্যয় মোকাবিলায় আমাদের প্রতিক্রিয়ায় শূন্য-হতাহতের দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন। আজ আমাদের দুর্যোগ প্রতিক্রিয়া দলগুলি প্রতিটি জীবন সুরক্ষিত করার লক্ষ্যে সম্পূর্ণ পেশাদার বাহিনী হিসাবে কাজ করে।

শ্রী অমিত শাহ বলেন, "প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে চালিত ভারত আজ যে কোনও বিপর্যয়ের মোকাবিলা করতে পারে। মোদী সরকারের মিশন জিরো ক্যাজুয়ালটির কারণে বিপর্যয় ঘূর্ণিঝড়ের বিধ্বংসী শক্তিও আমাদের থেকে কোনও প্রাণ কেড়ে নিতে পারেনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি একটি বিপর্যয় প্রতিরোধী জাতি গঠনে ভারতের যুবকদের শক্তিকে কাজে লাগিয়েছেন। মোদী সরকার লক্ষ লক্ষ মানুষকে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ দিয়েছে, যা আমাদের বাহিনীর মনোবল বাড়িয়েছে এবং আমাদের সমাজকে বিপর্যয়ের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম করে তুলেছে।

স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যগুলিতে অগ্নিনির্বাপণ পরিষেবা সম্প্রসারণ, সাতটি প্রধান শহরে বন্যার ঝুঁকি হ্রাস এবং ১৭টি রাজ্যে ভূমিধসের জন্য ৮০০০ কোটি টাকার একটি বিপর্যয় ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করেছে। এছাড়াও, ২০২৩ সালের জুন মাসে অগ্নিনির্বাপক পরিষেবাগুলির সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য ৫,০০০ কোটি টাকার একটি প্রকল্প শুরু করা হয়েছে।

২০২১ সালে, জাতীয় দুর্যোগ প্রশমন তহবিল 'রাজ্য দুর্যোগ প্রশমন তহবিল'-এর অধীনে এনডিআরএফকে ১৩,৬৯৩ কোটি টাকা এবং এসডিআরএফগুলিকে ৩২,০৩১ কোটি টাকা বরাদ্দ করেছে। এসডিআরএফ এবং এনডিআরএফ-এর জন্য অর্থবরাদ্দ ২০০৫-২০১৪ সালের তুলনায় ২০১৪-২০২৩ সালের মধ্যে তিনগুণ বেড়েছে।

৩৫০টি বিপর্যয়প্রবণ জেলায় ৩৬৯ কোটি টাকার বাজেটে ১ লক্ষ যুবক স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়ে 'আপদা মিত্র'  প্রকল্প চালু হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির জন্য ৮৩ হাজারেরও বেশি মানুষকে ইতোমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ও জীবন বীমার ব্যবস্থা করা হয়েছে।

Click here for Disaster Management: Overview of Holistic Approach

*****

SKC/DM/KMD



(Release ID: 2007236) Visitor Counter : 53


Read this release in: English