অর্থমন্ত্রক

২০২৩-২৪ অর্থবছরে ১০.০২.২০২৪ পর্যন্ত প্রত্যক্ষ করের ক্ষেত্রে মোট সংশোধিত মূল্যায়নের ভিত্তিতে প্রত্যক্ষ কর সংগ্রহ ৮০.২৩% -এ দাঁড়িয়েছে

Posted On: 11 FEB 2024 2:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি, ২০২৪


প্রাথমিক মূল্যায়নের নিরিখে দেখা যাচ্ছে প্রত্যক্ষ কর সংগ্রহ উর্ধ্বমুখী। ২০২৪-এর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যক্ষ কর সংগ্রহে সামগ্রিক পরিমাণ দাঁড়িয়েছে ১৮.৩৮ লক্ষ কোটি টাকা। যা গত বছরের এই সময়ের তুলনায় ১৭.৩০ শতাংশ বেশি। প্রত্যক্ষ কর সংগ্রহ, নিট রিফান্ড দাঁড়িয়েছে ১৫.৬০ লক্ষ কোটি টাকা যা গত বছরের এই সময়কালের নিট সংগ্রহের থেকে ২০.২৫% বেশি। ২০২৩-২৪ আর্থিক বছরে প্রত্যক্ষ করের মোট সংশোধিত মূল্যায়নের ভিত্তিতে এই সংগ্রহ ৮০.২৩%।
কর্পোরেট আয়কর (সিআইটি) এবং ব্যক্তিগত আয়কর (পিআইটি)-র ক্ষেত্রেও মোট রাজস্ব সংগ্রহ উর্ধ্বমুখী। সিআইটি-র ক্ষেত্রে এই বৃদ্ধির হার ৯.১৬%
অন্যদিকে পিআইটি-র ক্ষেত্রে (কেবলমাত্র পিআইটি)২৫.৬৭% / ২৫.৯৩% (এসআইটি এবং পিআইটিকে নিয়ে)। রিফান্ডের হিসেবের পর সিআইটি সংগ্রহে নিট বৃদ্ধি ১৩.৫৭% এবং পিআইটি সংগ্রহ ২৬.৯১% (কেবলমাত্র পিআইটি)/ ২৭.১৭% 
(এসআইটি এবং পিআইটিকে মিলিয়ে)।
পয়লা এপ্রিল ২০২৩ থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত রিফান্ডের পরিমাণ ২.৭৭ লক্ষ কোটি টাকা। 

PG/AB /SG



(Release ID: 2005345) Visitor Counter : 57