অর্থমন্ত্রক

অর্থনীতি - তখন ও এখন, নিয়ে শ্বেতপত্র পেশ করবে সরকার

Posted On: 01 FEB 2024 12:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২৪ 


সংসদে আজ ২০২৪-২৫ এর অন্তর্বর্তী বাজেট পেশ কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন বলেছেন, ২০১৪ সালে যখন আমাদের সরকার শাসনভার হাতে নিল, সেই সময় অর্থনীতিকে ধাপে ধাপে সংশোধন করে সুশাসন ব্যবস্থাকে চালু করায্র দায়িত্ব ছিল বিরাট। মানুষকে আশা দেওয়া, বিনিয়োগ আকর্ষণ করা এবং বহু প্রতিক্ষিত সংস্কারের জন্য সমর্থন গড়াই ছিল, সেই সময় সবচেয়ে বড় চাহিদা। জাতি সবার প্রথমে আমাদের এই দৃঢ় বিশ্বাসের উপর ভর করেই সরকার সাফল্যের সঙ্গে সেই লক্ষ্য অর্জন করেছে।
তখনকার ও এখনকার অর্থনীতি সম্পর্কে বলতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, সেই সময়কার সঙ্কট কাটিয়ে ওঠা গেছে এবং অর্থনীতিকে অত্যন্ত সুস্থায়ী উচ্চমানের বিকাশ পথে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়েছে সর্বাঙ্গীন বিকাশের মাধ্যমে। সরকার ‘সংসদে অর্থনীতি তখন ও এখন’ শীর্ষক একটি শ্বেতপত্র পেশ করে জানাবে ২০১৪ সাল পর্যন্ত আমরা কোথায় ছিলাম আর এখন কোথায় আছি, কেবল ঐ সময়কার অবস্থা থেকে শিক্ষা নিতে। 
তিনি আরও বলেন, সুশাসন, উন্নয়ন ও পারদর্শিতা, কার্যকর সুফল প্রদান এবং জনকল্যাণের দৃষ্টান্তমূলক নজির সরকারকে মানুষের আস্থা, বিশ্বাস ও আশীর্বাদ পেতে সাহায্য করেছে, আর সেইসঙ্গেই সদর্থকভাবে বিকশিত ভারতের লক্ষ্য গ্রহণে প্রকৃত নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আগামী দিনে এগিয়ে যেতেও। 

PG/SB



(Release ID: 2001539) Visitor Counter : 64