প্রতিরক্ষামন্ত্রক

জলদস্যুদের বিরুদ্ধে আইএনএস সুমিত্রা-র দ্বিতীয় সফল অভিযান – সোমালি জলদস্যুদের কবল থেকে উদ্ধার জাহাজ ও ১৯ জন নাবিক

Posted On: 30 JAN 2024 9:34AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ জানুয়ারি, ২০২৪

 

ভারতীয় নৌ জাহাজ সুমিত্রা, এফভি ইমান জাহাজটি অপহরণ করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সোমালিয়ার উত্তর উপকূলে জলদস্যুদের বিরুদ্ধে আরও একটি সফল অভিযান চালিয়েছে সুমিত্রা। সোমালি জলদস্যুদের কবল থেকে উদ্ধার করেছে মাছ ধরার জাহাজ আল নঈমি এবং তার ১৯ জন পাক নাবিককে।

ভারতীয় নৌ বাহিনীর দেশীয় নজরদারি জাহাজ আইএনএস সুমিত্রা, পূর্ব সোমালিয়া ও এডেন উপসাগরে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান এবং সামুদ্রিক নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত ছিল। গত ২৮ জানুয়ারি তারা খবর পায় যে, ইরানের পতাকাবাহী মাছ ধরার জাহাজ এফভি ইমান, জলদস্যুরা দখল করেছে এবং নাবিকদের পণবন্দী করে রেখেছে। খবর পাওয়া মাত্র অভিযান চালিয়ে আইএনএস সুমিত্রা ২৯ জানুয়ারি ভোরের দিকে জাহাজটি দস্যুমুক্ত করে, উদ্ধার করা হয় ১৭ জন ইরানীয় নাবিককে। এরপর এফভি ইমান জাহাজটি আবার তার যাত্রাপথে অগ্রসর হয়। 

আইএনএস সুমিত্রাকে খুব শীঘ্রই আরেকটি অভিযানে নামতে হয়। এবারও ইরানের পতাকাবাহী আরেকটি মাছ ধরার জাহাজ আল নঈমি-কে জলদস্যুরা অপহরণ করে। ওই একই দিনে, অর্থাৎ ২৯ জানুয়ারি অভিযান চালিয়ে আল নঈমি-কেও জলদস্যুমুক্ত করা হয়। উদ্ধার করা হয় তার ১৯ জন পাক নাবিককে।

৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে ধারাবাহিক, ক্ষিপ্র ও নিরলস প্রয়াসের মাধ্যমে আইএনএস সুমিত্রা দক্ষিণ আরব সাগরে দুটি জাহাজকে জলদস্যুদের কবল থেকে মুক্ত করলো। উদ্ধার করলো ১৭ জন ইরানীয় ও ১৯ জন পাকিস্তানী, মোট ৩৬ জন নাবিককে। জলদস্যুরা এই দুটি জাহাজকে পণ্যবাহী জাহাজের উপর হামলার কাজে ব্যবহার করতো। আইএনএস সুমিত্রা সেই ছকও ভেস্তে দিয়েছে। 

এই অঞ্চলের সমস্ত সামুদ্রিক হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সব নাবিক ও জাহাজের নিরাপত্তা সুনিশ্চিত করার যে অঙ্গীকার ভারতীয় নৌ বাহিনী নিয়েছে, আবারও তা পূর্ণ করা হলো।

 

PG/SD/SKD/



(Release ID: 2000716) Visitor Counter : 95