যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

ষষ্ঠ খেলো ইন্ডিয়া যুব ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে পশ্চিমবঙ্গ এবং দিল্লি একটি ও তামিলনাড়ু দুটি স্বর্ণপদক পেয়েছে

Posted On: 20 JAN 2024 8:47PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ জানুয়ারি, ২০২৪

 

ষষ্ঠ খেলো ইন্ডিয়া যুব ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে শনিবার। প্রথম দিন পশ্চিমবঙ্গ এবং দিল্লি একটি করে এবং তামিলনাড়ু দুটি স্বর্ণপদক জয় করেছে।

পশ্চিমবঙ্গের মেঘা মাইতি এবং ঊর্মী সামন্ত যোগাসনে মহিলাদের বিভাগে স্বর্ণপদক লাভ করেছেন। আয়োজক রাজ্য তামিলনাড়ুর যমজ ভ্রাতৃদ্বয় দেবেশ এবং সর্বেশ যোগাসনে স্বর্ণপদক জয় করেছেন। এই প্রথম দক্ষিণ ভারতে খেলো ইন্ডিয়া যুব ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গের অভ্রজিৎ সাহা এবং নীল সরকার যোগাসনের রিদমিক পেয়ার বিভাগে রৌপ্যপদক জয় করেছেন। 

পদক তালিকাটি দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন – 
https://youth.kheloindia.gov.in/medal-tally

ষষ্ঠ খেলো ইন্ডিয়া যুব ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ :- 
চেন্নাইয়ের জহওরলাল নেহেরু স্টেডিয়ামে ৩১ জানুয়ারি পর্যন্ত ষষ্ঠ খেলো ইন্ডিয়া যুব ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দক্ষিণ ভারতে এই প্রথম যুব ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তামিলনাড়ুর চেন্নাই, মাদুরাই, ত্রিচি এবং কোয়েমবাতোরে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এবারের যুব ক্রীড়া প্রতিযোগিতার ম্যাসকট বীর মাঙ্গাই। রানী ভেলু নাচিয়ের ব্রিটিশ ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। তাঁকে শ্রদ্ধাভরে বীর মাঙ্গাই বলে অভিহিত করা হয়। এই ক্রীড়া প্রতিযোগিতার ম্যাসকটটি ভারতীয় মহিলাদের শৌর্য ও সাহসী মানসিকতার প্রতিফলন। কবি থিরুভাল্লুভরের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে যা তৈরি করা হয়েছে। ১৩ দিন ধরে ১৫টি স্থানে ৫ হাজার ৬০০ ক্রীড়া প্রতিযোগী এবারের যুব প্রতিযোগিতায় যোগ দেবেন। ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, কালারিপায়াট্টু, গাটকা, থাংটা, কবাডি, যোগাসনের মতো ২৬টি রকমের ক্রীড়া প্রতিযোগিতায় খেলোয়াড়াররা তাঁদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছেন। তামিলনাড়ুর চিরায়ত খেলা শীলাম্বমকে এই প্রথম যুব ক্রীড়া প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 

PG/ CB/SKD



(Release ID: 1998557) Visitor Counter : 52