প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ২২ জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত শ্রীরাম জন্মভূমি মন্দিরে শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নেবেন

Posted On: 21 JAN 2024 8:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ জানুয়ারি, ২০২৪


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় ২২ জানুয়ারি বেলা ১২টা নাগাদ নবনির্মিত শ্রীরাম জন্মভূমি মন্দিরে শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নেবেন। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ২০২৩-এর অক্টোবরে আমন্ত্রণ জানিয়েছিল শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট। 


ঐতিহাসিক এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে দেশের প্রধান প্রধান সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি সহ সমস্ত স্তরের মানুষ এতে যোগ দেবেন। এই উপলক্ষে আয়োজিত এক বিশেষ সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। 

শ্রী রাম জন্মভূমি মন্দিরের নির্মাণের সঙ্গে যুক্ত শ্রমজীবীদের মুখোমুখি হবেন শ্রীমোদী। প্রধানমন্ত্রী কুবের টিলাও পরিদর্শন করবেন। প্রাচীন এই মন্দিরে ভগবান শিবের লিঙ্গ রয়েছে। সেখানে তিনি দর্শন এবং পুজোও করবেন। 

অনন্য স্থাপত্যের নিদর্শন শ্রী রাম জন্মভূমি মন্দিরটি (পূর্ব-পশ্চিমে) ৩৮০ ফুট দীর্ঘ, চওড়ায় ২৫০ ফুট এবং ১৬১ ফুট উচ্চ। মন্দিরে রয়েছে ৩৯২টি স্তম্ভ এবং ৪৪টি দরজা। 

কারুকার্য শোভিত স্তম্ভ এবং মন্দিরের দেওয়ালগুলিতে হিন্দু দেবদেবীদের বর্ণনা রয়েছে। মন্দিরের প্রথম তলে ভগবান শ্রী রামের (শ্রী রামলালা) শৈশবের মূর্তি রাখা হয়েছে। 

পূর্বদিকে রয়েছে মন্দিরের প্রবেশপথ। মন্দিরে ৫টি মণ্ডপ (হল) রয়েছে। এগুলি হল, নৃত্য মণ্ডপ, রং মণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ ও কীর্তন মণ্ডপ। 
মন্দিরের কাছে রয়েছে ঐতিহাসিক কুয়ো (সীতা কূপ) 

মন্দির চত্বরে নিকাশি, জল শোধন প্ল্যান্ট, অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও রয়েছে। দেশীয় প্রযুক্তি এবং ঐতিহ্য মন্দিরটি তৈরি করা হয়েছে।


DS/MP/LP/AK


(Release ID: 1998501) Visitor Counter : 100