প্রধানমন্ত্রীরদপ্তর

আপনার কাজের মাধ্যমে কিন্নরদের আপনিই পথ দেখাচ্ছেন, এ এক মহান সেবা, মুম্বই-এর রূপান্তরকামী কল্পনাকে বললেন প্রধানমন্ত্রী

বঞ্চিতদের অগ্রাধিকারই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

Posted On: 18 JAN 2024 3:44PM by PIB Kolkata

নতুনদিল্লি ১৮ জানুয়ারি, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন। দেশের বিভিন্ন প্রান্তের এই প্রকল্পের হাজার হাজার সুবিধাভোগী এতে যোগ দেন। এছাড়া, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় স্তরের প্রতিনিধিরাও এতে অংশ নেন। 

প্রধানমন্ত্রী মুম্বইয়ের রূপান্তরকামী কল্পনা বাঈ-এর সঙ্গে কথা বলেন। কল্পনা সাই কিন্নর বচত নামে একটি স্বনির্ভর গোষ্ঠী চালান। মহারাষ্ট্রে রূপান্তরকামীদের নিয়ে এই ধরনের গোষ্ঠী গঠন এই প্রথম। নিজের লড়াইয়ের কাহিনী বলতে গিয়ে প্রধানমন্ত্রীকে তাঁর সংবেদনশীলতার জন্য ধন্যবাদ জানান কল্পনা। রূপান্তরকামীদের কঠিন জীবনের কথা বলতে গিয়ে কল্পনা প্রধানমন্ত্রীকে বলেন, ভিক্ষা এবং অনিশ্চয়তার জীবন চালানোর পর তিনি এই স্বনির্ভর গোষ্ঠীর কাজ শুরু করেছিলেন। 

সরকারি অনুদানে ঝুড়ি তৈরির কাজ শুরু করেন তিনি। সেইসঙ্গে ইডলি ধোসা এবং ফুলের ব্যবসাও চালাতে থাকেন তিনি। প্রধানমন্ত্রী একজন ব্যবসায়ী হিসেবে রূপান্তরকামীদের শিক্ষাদান এবং তাঁদের নেতিবাচক ভাবমূর্তিকে সঠিক পথে নিয়ে আসার ক্ষেত্রে কল্পনার ভূমিকার প্রশংসা করেন। সেজন্য প্রধানমন্ত্রী তাঁকে অভিনন্দন জানান। 

কল্পনার গোষ্ঠী রূপান্তরকামীদের পরিচয় পত্র প্রদান করছে এবং কিছু কিছু ব্যবসা শুরু করার ক্ষেত্রে পিএম স্বনিধির মতো প্রকল্পের সুবিধা নিতে ও ভিক্ষাবৃত্তি ত্যাগে উৎসাহিত করছে। কল্পনার অদম্য মনোভাবের জন্য প্রধানমন্ত্রী তাঁকে কুর্নিশ জানান এবং এক লড়াকু জীবনের মধ্যেই কর্মসংস্থান সৃষ্টির জন্য তাঁর প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য হল, বঞ্চিতদের অগ্রাধিকার।” 

PG/MP/CS…



(Release ID: 1997523) Visitor Counter : 49