নীতিআয়োগ
azadi ka amrit mahotsav g20-india-2023

২৪.৮২ কোটি ভারতীয় বিগত ৯ বছরে বহুমুখী দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন

দারিদ্র্যের মোট সংখ্যার অনুপাত ২০১৩-১৪ সালের ২৯.১৭ শতাংশ থেকে কমে ২০২২-২৩ বর্ষে ১১.২৮ শতাংশ হয়েছে

Posted On: 15 JAN 2024 5:01PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি, ২০২৪ 


দেশে ২৪.৮২ কোটি মানুষ বিগত ৯ বছরে বিভিন্ন কারণের সঙ্গে যুক্ত দারিদ্র্যতা থেকে মুক্তি পেয়েছেন। নীতি আয়োগের মাল্টিডায়মেনশনাল প্রোভার্টি ইন ইন্ডিয়া সিনস্‌ ২০০৫-০৬ পত্রে এর কৃতিত্ব দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন উদ্যোগকে। ২০১৩-১৪ সাল থেকে ২০২২-২৩ সালে বিভিন্ন কারণে দারিদ্র্যতা, মূল কারণ হিসেবে সরকারের বিভিন্ন উদ্যোগকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। এই আলোচ্যপত্রটি আজ নীটি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন নীতি আয়োগের সিইও শ্রী বি ভি আর সুব্রহ্মন্যম। 
বহুপাক্ষিক এই দারিদ্র্য সীমা নির্ধারণকারী ইনডেক্সটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আলোচনাপত্র অনুযায়ী, ভারতে ২০১৩-১৪ সালে দারিদ্র্যের হার ছিল ২৯.১৭ শতাংশ। ২০২২-২৩ সালে তা কমে হয়েছে ১১.২৮ শতাংশ। উত্তর প্রদেশে বিপুল সংখ্যায় এই হার হ্রাস পেয়েছে। বিগত ৯ বছর এই রাজ্যে ৫.৯৪ কোটি মানুষ দারিদ্র্য সীমার উপরে উঠে এসেছে। বিহারে এই সংখ্যা ৩.৭৭ কোটি, মধ্যপ্রদেশে ২.৩০ কোটি এবং রাজস্থানে ১.৮৭ কোটি।
আলোচ্য পত্রটিতে দেখা যাচ্ছে যে, ভারত সরকার দেশের দরিদ্র জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যাপক উন্নতি করেছে। এর জন্য সরকারের পোষণ অভিযান এবং অ্যানিমিয়া-মুক্ত ভারত কর্মসূচি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও, জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনু্যায়ী, ৮১.৩৫ কোটি সুবিধাভোগীর কাছে খাদ্যশস্য বন্টন করা হচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার আওতায় বিনামূল্যে খাদ্যশস্য প্রদান কর্মসূচি আরও ৫ বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উজ্জ্বলা যোজনা রান্নার কাজে স্বচ্ছ জ্বালানী প্রদান করছে। সৌভাগ্য –এর মাধ্যমে বিদ্যুৎ সংযোগ বেড়েছে। এছাড়াও, স্বচ্ছ ভারত মিশন ও জল জীবন মিশন যৌথভাবে সামগ্রিক জীবন যাত্রার মানোন্নয়নে সহায়ক হচ্ছে। দরিদ্রদের আর্থিক সুস্থিতি ও আবাসনজনীত নিরাপত্তা দিতে প্রধানমন্ত্রী জন ধন যোজনা এবং প্রধানমন্ত্রী আবাসন যোজনা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।
তবে, সামগ্রিকভাবে বিভিন্ন রাজ্যের ফলাফল এক নয়। কয়েকটি রাজ্যে দারিদ্র্য সীমার হার যেখানে খুব বেশি ছিল, তা উল্লেখযোগ্যভাবে কমেছে। সরকারি সহায়তায় পরিষেবা প্রদানের মাধ্যমে ভারত ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ তথা বিকশিত ভারত হয়ে ওঠার দিকে এগিয়ে চলেছে। 


PG/PM/SB



(Release ID: 1996595) Visitor Counter : 836