কেন্দ্রীয়মন্ত্রিসভা

কার্বন নিঃসরণকে শূন্যে নামিয়ে আনতে ভারতীয় রেলকে সহায়তা করার জন্য ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএইড/ইন্ডিয়া’র মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 05 JAN 2024 1:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ জানুয়ারি, ২০২৪ 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণকে শূন্যে নামিয়ে আনতে ভারতীয় রেলকে সহায়তা করার জন্য ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএইড/ইন্ডিয়া’র মধ্যে ২০২৩ সালের ১৪ জুন স্বাক্ষরিত সমঝোতাপত্রটিকে অনুমোদন দেওয়া হয়েছে। 
এই সমঝোতাপত্র অনুসারে ভারতীয় রেল সংশ্লিষ্ট ক্ষেত্রের অত্যাধুনিক উন্নয়ন এবং প্রযুক্তিগুলির বিষয়ে মতবিনিময় করতে পারবে। এর ফলে আধুনিকীকরণ, উন্নত প্রযুক্তির সাহায্যে জ্বালানীর ব্যবহার, আঞ্চলিক স্তরে জ্বালানী ক্ষেত্রে বেসরকারি অংশীদারদের অংশগ্রহণ, পুনর্নবীকরণযোগ্য জ্বালানী, দক্ষভাবে জ্বালানী ব্যবহার সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ এবং কর্মশালার আয়োজন করা হবে। ইউনাইটেড স্টেটস্‌ ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএইড ভারতীয় রেলের সঙ্গে বিভিন্ন প্ল্যাটফর্মে সৌরশক্তি কেন্দ্র গড়ে তুলতে কাজ করেছে। 
সমঝোতাপত্র অনুসারে, দুটি সংস্থা যৌথভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে একযোগে কাজ করবে; পরিবেশ-বান্ধব জ্বালানীর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হবে; ভারতীয় রেলের বিভিন্ন ভবনে পরিবেশ-বান্ধব জ্বালানী উৎপাদনের পরিকল্পনা করা হবে এবং সংশ্লিষ্ট উদ্যোগগুলির বাস্তবায়নে কোনও সমস্যা দেখা দিলে, তার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এই সমঝোতাপত্র স্বাক্ষরের মধ্য দিয়ে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ-মুক্ত ব্যবস্থা গড়ে তোলার জন্য ভারতীয় রেল যে উদ্যোগ নিয়েছে, তাকে সহায়তা করা হবে। ডিজেল ও কয়লার মতো জ্বালানীর উপর নির্ভরতা কমবে। পুনর্নবীকরণযোগ্য জ্বালানী উৎপাদন কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে পরিবেশ-বান্ধব জ্বালানী প্রযুক্তির প্রয়োগ বৃদ্ধি পাবে। ফলস্বরূপ, স্থানীয় স্তরে উৎপাদিত পণ্যের ব্যবহার বাড়বে। সমঝোতাপত্র অনুসারে, এসএআরইপি উদ্যোগের আওতায় ইউএসএইড বিভিন্ন কারিগরি সহায়তা প্রদান করবে। তবে, এক্ষেত্রে কোনও আর্থিক লেনদেনের বিষয় থাকবে না। 

PG/CB/SB



(Release ID: 1995044) Visitor Counter : 95