প্রধানমন্ত্রীরদপ্তর
গুজরাটের ১০৮টি জায়গায় বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে সূর্য নমস্কারে সামিল হওয়া এবং বিষয়টি গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস্ – এ ওঠায় রাজ্যকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
Posted On:
01 JAN 2024 2:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ জানুয়ারি, ২০২৪
গুজরাটের ১০৮টি জায়গায় বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে সূর্য নমস্কারে সামিল হওয়া এবং বিষয়টি গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস্ – এ ওঠায় রাজ্যকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
সকলকেই দৈনিক-ভিত্তিতে সূর্য নমস্কারের অভ্যাস গড়ে তোলার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “২০২৪-কে গুজরাট স্বাগত জানিয়েছে একটি অসাধারণ সাফল্যের মাধ্যমে। ঐ রাজ্যের ১০৮টি জায়গায় বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে সূর্য নমস্কারে সামিল হয়েছেন! আমাদের সংস্কৃতিতে ১০৮ সংখ্যাটির বিশেষ তাৎপর্য রয়েছে। যেসব জায়গায় সূর্য নমস্কারের আয়োজন হয়েছিল, তার মধ্যে রয়েছে – মোধেরার সূর্য মন্দির। এই বিষয়টি যোগ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আমাদের দায়বদ্ধতাকেই তুলে ধরে।
সকলকেই দৈনিক-ভিত্তিতে সূর্য নমস্কারের অভ্যাস গড়ে তোলার অনুরোধ জানাচ্ছি। এর অনেক সুফল রয়েছে”।
PG/AC/SB
(Release ID: 1992322)
Visitor Counter : 101
Read this release in:
Telugu
,
Malayalam
,
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Kannada