স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

বিকশিত ভারত সংকল্প যাত্রা

এক লক্ষ গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা ভিত্তিক এলাকাগুলিতে আয়োজিত স্বাস্থ্য শিবিরে ২ কোটিরও বেশি মানুষ স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন

Posted On: 29 DEC 2023 11:22AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৯ ডিসেম্বর, ২০২৩

 

প্রান্তবর্তী এলাকায় একেবারে শেষ মানুষটির কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার অন্ত্যোদয় দর্শনকে সামনে রেখে বিকশিত ভারত সংকল্প যাত্রায় আয়োজিত স্বাস্থ্য শিবিরগুলিতে ২ কোটিরও বেশি মানুষ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নজির গড়েছেন।  বিকশিত ভারত সংকল্প যাত্রায় এপর্যন্ত ১ লক্ষ ৮ হাজার ৫০০ গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা ভিত্তিক এলাকাগুলিতে ২ কোটি ১০ লক্ষ ২৪ হাজার ৮৭৪ জন যোগ দিয়েছেন। স্বাস্থ্য শিবিরগুলিতে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য প্রকল্প যোজনার কর্মসূচি হাতে নেওয়া হয়। বিকশিত ভারত সংকল্প যাত্রায় এই প্রকল্পে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরি করা হয় এবং সুবিধাভোগীদের হাতে তা তুলে দেওয়া হয়। ৪৪ দিনের শেষে ৩২ লক্ষ ৫৪ হাজার ৬১১ টি কার্ড বিতরণ করা হয়েছে। এনএইচএ থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী জেলাগুলিতে আয়োজিত স্বাস্থ্য শিবিরে মোট ১ কোটি ৪৪ লক্ষ ৮০ হাজার ৪৯৮ টি কার্ড তৈরি করা হয়েছে। 
যক্ষ্মা রোগ নির্ণয়ের ক্ষেত্রে থুতু পরীক্ষা এবং রোগের লক্ষ্মণ ভিত্তিক পরীক্ষা করা হয়। এনএএটি অর্থাৎ ন্যাট মেশিন ব্যবহারের সুযোগ থাকলে সেখানে তার মাধ্যমে পরীক্ষা করা হয়। প্রাথমিক পরীক্ষায় রোগ নির্ণয়ের পর তা আরও উচ্চস্তরে পরীক্ষার জন্য পাঠানে হয়। ৪৪ দিন শেষে ৮০ লক্ষ এক হাজার ৮২৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৪ লক্ষ ৮৬ হাজার ৪৩ জনকে উচ্চ জনস্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়। 
প্রধানমন্ত্রী যক্ষ্মা মুক্ত ভারত অভিযান (পিএমটিবিএমএ) এই প্রকল্পে যক্ষ্মা রোগীরা নিক্ষয় মিত্র থেকে সহায়তা গ্রহণ করবেন এই মর্মে তাদের কাছ থেকে সম্মতি নেওয়া হয়। যারা নিক্ষয় মিত্রে যোগ দিতে ইচ্ছুক স্বাস্থ্য শিবিরে তাদের নাম তৎক্ষণাৎ নথিভুক্ত করা হয়।   
৪৪ দিন শেষে এক লক্ষ ৪০ হাজার ৮৮২ জন রোগী (পিএমটিবিএমএ)-এতে তাদের সম্মতি দিয়েছেন এবং নতুন ৫০ হাজার ৭৯৯ জনের নাম নিক্ষয় মিত্রতে অন্তর্ভুক্ত হয়েছে। 
নিক্ষয় পোষণ যোজনার অধীন প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে যক্ষ্মা রোগীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এক্ষেত্রে অবশিষ্ট সুবিধাভোগীদের আধার যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংগ্রহ করা হচ্ছে।  
৪৪ দিন শেষে ৩৬ হাজার ৭৬৩ জন সুবিধা ভোগীর বিস্তারিত তথ্য সংগৃহীত হয়েছে। 

সিকেল সেল রোগ
আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে সিকেল সেল রোগ নির্ণয়ের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত বয়সসীমার মধ্যে মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এক্ষেত্রে পয়েন্ট অফ কেয়ার (পিওসি) ও রক্ত পরীক্ষা করা হয়ে থাকে। পরীক্ষায় যাদের রোগ ধরা পড়ছে তাদের নাম আরও উচ্চস্তরে পরীক্ষার জন্য পাঠানো হয়।
৪৪ দিন শেষে ৮ লক্ষ ৫১ হাজার ১৯৪ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২৭ হাজার ৬৩০ জনের রোগ নির্ণয় হয়েছে। তাদেরকে উচ্চ জনস্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। 
অসংক্রামক রোগ যেমন উচ্চ রক্তচাপ, মধুমেহ নির্ণয়ে ৩০ বছর বা তার বেশি বয়সসীমার মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রোগ নির্ণয় হলে তাদেরকে উচ্চ জনস্বাস্থ্য কেন্দ্রে পরবর্তী চিকিৎসার জন্য পাঠানো হয়।   
৪৪ দিন শেষে ১ কোটি ৫৬ লক্ষ ৯৪ হাজার ৫৯৬ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। এদের মধ্যে ৭ লক্ষ ৩২ হাজার ৯৭ জন উচ্চ রক্তচাপ রোগের শিকার বলে চিহ্নিত হয়েছেন। ৫ লক্ষ ২৮ হাজার ৫৬৩ জন মধুমেহ রোগে আক্রান্ত বলে চিহ্নিত হন। ১১ লক্ষ ৫৬ হাজার ৯২৭ জনেরও বেশি মানুষকে উচ্চ জনস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।   

প্রেক্ষাপট
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঝাড়খন্ডের কুন্তি থেকে ১৫ ই নভেম্বর বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেন। সরকারী প্রকল্পগুলি সম্পূর্ণতার লক্ষ্য অর্জনে এবং প্রান্তবর্তী এলাকার শেষ মানুষটির কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে দেশ জুড়ে বিকশিত ভারত সংকল্প যাত্রায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। 


PG/AB /SG



(Release ID: 1991522) Visitor Counter : 121