স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

আয়ুষ্মান ভব সম্পর্কে সর্বশেষ তথ্য

Posted On: 15 DEC 2023 2:34PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ ডিসেম্বর, ২০২৩

 

দেশের শেষ প্রান্ত পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপের অঙ্গ হিসেবে ১৩ সেপ্টেম্বর, ২০২৩ রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ভার্চুয়াল মাধ্যমে গুজরাটের গান্ধী নগর থেকে ‘আয়ুষ্মান ভব’ প্রচারাভিযানের পাশাপাশি আয়ুষ্মান ভব পোর্টালের সূচনা করেছিলেন। পাশাপাশি সিকল সেল অ্যানিমিয়া, যক্ষ্মা, অসংক্রামক রোগ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে ১৭ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়েছে। 

৪ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ৭৩ হাজার ৯৬৩টি আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় ৫৮ লক্ষ ৮৫ হাজার ৭৩৭ জন মানুষ এসেছিলেন। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর থেকে এপর্যন্ত স্বাস্থ্য মেলায় ১৬ কোটিরও বেশি মানুষ যক্ষ্মা, উচ্চ রক্তচাপ, মধুমেহ, মুখ গহ্বভরে ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সারের মতো রোগের পরীক্ষা করিয়েছেন। কমিউনিটি হেল্থ সেন্টারের আওতায় ৩২ হাজার ৭৯২টি স্বাস্থ্য মেলা আয়োজিত হয়েছে। স্বাস্থ্য মেলার মাধ্যমে এপর্যন্ত ৩৪ লক্ষ ৪৯ হাজার ২০৪টি আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে। 

PG/SS/SKD



(Release ID: 1987003) Visitor Counter : 118