সংসদবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদের শীতকালীন অধিবেশন শুরুর প্রাক্কালে উভয় কক্ষের বিরোধী দলনেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হল সরকার পক্ষ

অধিবেশনের কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিরোধী দলনেতাদের কাছে সক্রিয় সহযোগিতার আবেদন জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং সংসদ বিষয়ক মন্ত্রী

Posted On: 02 DEC 2023 5:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ ডিসেম্বর,২০২৩

 

শীতকালীন অধিবেশনের প্রাক্-পর্বে সংসদের উভয় কক্ষের রাজনৈতিক দলনেতাদের সঙ্গে আজ এক বৈঠকে মিলিত হল সরকার পক্ষ। এই বিশেষ বৈঠকে নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং। সূচনায়, সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী জানান যে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী ৪ ডিসেম্বর। জরুরি সরকারি কাজকর্ম সম্পূর্ণ করতে অধিবেশন চলতে পারে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ, ১৯ দিন ধরে এই অধিবেশন চলার কথা রয়েছে। সংসদে আলোচনা বা বিতর্ক চলাকালীন আইনগত কাজকর্ম সম্পর্কিত ১৯টি এবং আর্থিক বিষয় সংক্রান্ত দুটি প্রস্তাব পেশ করা হতে পারে। 

শ্রী যোশী আরও জানান যে বিরোধী পক্ষের সঙ্গে সংসদের উভয় কক্ষে সংসদীয় রীতিনীতি ও পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনার জন্য সরকার সর্বদাই প্রস্তুত। এজন্য রাজনৈতিক দলনেতাদের কাছে সরকারের সঙ্গে সক্রিয় সহযোগিতার আবেদন জানান তিনি। শ্রী যোশী আরও বলেন যে সংসদের উভয় কক্ষের কাজকর্ম যাতে স্বাভাবিকভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই বিরোধী দলগুলির কাছে সরকারের এই আবেদন।

আজকের এই বৈঠকে সরকার পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়ালও।

বিরোধী দলনেতাদের উত্থাপিত বিভিন্ন বিষয় সম্পর্কে উত্তরদানকালে শ্রী রাজনাথ সিং বলেন যে সংসদের উভয় কক্ষে সংশ্লিষ্ট বিষয়গুলি সম্পর্কে সংসদীয় রীতিনীতি ও পদ্ধতি অনুসরণ করে সরকার আলোচনার জন্য প্রস্তুত। উপস্থিত বিরোধী দলনেতাদের ধন্যবাদ জ্ঞাপনের পর এদিনের বৈঠক শেষ হয়।

আজকের এই বৈঠকে ২৩টি রাজনৈতিক দলের মোট ৩০ জন নেতা উপস্থিত ছিলেন।  

PG/SKD/DM


(Release ID: 1982112) Visitor Counter : 192