প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

লাচিত দিবসে লাচিত বরফুকন-এর সাহসিকতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 24 NOV 2023 5:35PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৪ নভেম্বর ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লাচিত দিবস উপলক্ষে লাচিত বরফুকন-এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
শ্রী মোদী বলেন, লাচিত দিবস উপলক্ষে আমরা লাচিত বরফুকন-এর সাহসিকতার কথা স্মরণ করি। সরাইঘাটের লড়াইয়ে তাঁর অসাধারণ নেতৃত্ব, দৃঢ়তা এবং কর্তব্যবোধের পরিচায়ক। তাঁর সাহসিকতা ও রণনীতি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছে। 
প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেন : 
“আজ লাচিত দিবসের দিনে আমি লাচিত বরফুকন-এর সাহসিকতার কথা স্মরণ করি। সরাইঘাটের লড়াইয়ে তাঁর অসাধারণ নেতৃত্ব, দৃঢ়তা এবং কর্তব্যবোধের পরিচায়ক। তাঁর সাহসিকতা ও রণনীতি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছে।” 


PG/PM /SG


(रिलीज़ आईडी: 1981224) आगंतुक पटल : 128
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Hindi , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Malayalam